top of page

সম্পন্ন হয়ে গেল ‘মাদার অফ অল ডিল’ ভারত-ইউরোপিয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি


২৭ জানুয়ারি, ২০২৬: সম্পন্ন হয়ে গেল ভারত-ইউরোপিয় ইউনিয়ন বাণিজ্য চুক্তি। এই চুক্তিকে কিছু দিন আগেই, দাভেসের মাটিতে ইইউ চিফ উরসুলা ‘সব চুক্তির জননী’ বলে ব্যাখ্যা করেন। আর তা ভারতের মাটিতে সম্পন্ন হল। সেই ঘোষণার পরই এই বাণিজ্য চুক্তির ভূয়সী প্রশংসা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২৭টি দেশের সংযুক্ত সংগঠন ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এ দিন মুক্ত বাণিজ্যিক চুক্তি করার প্রক্রিয়া চূড়ান্ত করেছে দিল্লি।

‘মাদার অফ অল ডিল’, মঙ্গলবার ভারত-সহ গোটা দুনিয়ার নজর ছিল এই বিষয়ের দিকেই। তবে ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর মধ্যে মুক্ত বাণিজ্যচুক্তি (ফ্রি ট্রেড এগ্রিমেন্ট বা এফটিএ) চূড়ান্ত হলেও, তা কার্যকর হতে বেশ কিছুটা সময় লাগবে। চুক্তি নিয়ে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেওয়া এক সরকারি আধিকারিককে উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স। চুক্তি নিয়ে আলোচনা চূড়ান্ত করার সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক নেতৃবৃন্দ। কিন্তু তার পরেও কিছু প্রশাসনিক প্রক্রিয়া বাকি রয়েছে। যেমন, এ বার দু’পক্ষের লিগ্যাল টিম চুক্তির খুঁটিনাটি দিকগুলি খতিয়ে দেখবে। চুক্তিপত্রও খুঁটিয়ে দেখা হবে। রয়টার্সের প্রতিবেদন অনুসারে, এই যাচাইপ্রক্রিয়া পাঁচ থেকে ছ’মাস চলতে পারে। তার পরেই আনুষ্ঠানিক ভাবে চুক্তি স্বাক্ষর হবে। গোটা প্রক্রিয়া শেষ হওয়ার পর চলতি বছরের শেষে বা আগামী বছরের গোড়ায় নতুন চুক্তি কার্যকর হতে পারে।

এই চুক্তি বাস্তবায়িত হলে ইউরোপীয় ইউনিয়নের সদস্য ২৭টি দেশে ভারতের ৯০ শতাংশ পণ্য বিনা শুল্কে রপ্তানি করা যাবে। পাশাপাশি, এই সমস্ত থেকে আমদানি করা জিনিসপত্র উপরে ব্যাপক শুল্ক হ্রাস করবে ভারত। আমেরিকা, ভারতের ওপর চাপিয়েছে ৫০ শতাংশ শুল্কের বোঝা। প্রায়ই মার্কিন মুলুক থেকে সেই শুল্কের অঙ্ক বাড়িয়ে দেওয়ার হুমকি আসে দিল্লির উদ্দেশে। এমন এক পরিস্থিতিতে ভারত ও ইউরোপিয় ইউনিয়ন সম্পন্ন করে ফেলল ব্লকবাস্টার বাণিজ্য চুক্তি। এই চুক্তি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন,' বিশ্বব্যাপী অস্থির পরিবেশে ভারত-ইইউ ট্রেড ডিল বিশ্ব ব্যবস্থাপনায় স্থিতিশীলতা আনছে।' মোদী বলেন, ভারতের শ্রমনির্ভর বস্ত্রবয়ন, রত্ন ও অলংকার থেকে শুরু করে অটো পার্টস এবং ইঞ্জিনিয়ারিং পণ্য, ফলমূল, শাকসবজি, প্রক্রিয়াজাত খাবার এবং সামুদ্রিক পণ্য বাজার পাবে ইউরোপে। প্রধানমন্ত্রী আরও জানান,'আমাদের কৃষক এবং মৎস্যজীবীরা এর মাধ্যমে সরাসরি উপকৃত হবেন। আমাদের পরিষেবা খাতও উপকৃত হবে। তথ্যপ্রযুক্তি, শিক্ষা, ঐতিহ্যবাহী চিকিৎসা এবং ব্যবসায়িক পরিষেবা খাত বিশেষভাবে উপকৃত হবে।'

পণ্য রফতানির পরিমাণের নিরিখে ইউরোপীয় ইউনিয়ন ভারতের বৃহত্তম বাণিজ্যসঙ্গী। মুক্ত বাণিজ্যচুক্তি কার্যকর হলে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলির ৯৬.৬ শতাংশ পণ্য বিনা শুল্কে ভারতে ঢুকতে পারবে। এর ফলে ভারতের বাজারে যেমন ইউরোপের পণ্যগুলির দাম উল্লেখযোগ্য হারে কমবে, তেমনই ইউরোপের বাজারেও ভারতীয় পণ্যের দাম কমবে।

ইউরোপের ২৭টি দেশের পণ্যে শুল্কহ্রাস বা প্রত্যাহার হওয়ায় ভারতের বাজারে সস্তা হবে ওয়াইন,বিয়ার, অলিভ অয়েল, মার্জারিন, ভোজ্যতেল, ফলের রস, অ্যালকোহলহীন বিয়ার, প্রক্রিয়াজাত খাবার (পাউরুটি, পেস্ট্রি, বিস্কুট, পাস্তা, চকোলেট, পোষ্যদের খাবার), ভেড়ার মাং‌স, সসেজ এবং অন্যান্য মাংসজাত খাদ্যপণ্য প্রভৃতি অনেক কিছু। এর ফলে উপকৃত হবেন ভারত এবং ইউরোপের ওই দেশগুলিতে থাকা মোট ১৯০ কোটি ক্রেতা। তাই এই চুক্তিকে অনেকেই ‘সব চুক্তির জননী’ বলছেন।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page