top of page

উদ্বোধন হল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা



কলকাতা, ২২ জানুয়ারি, ২০২৬: সামনের বছরেই অর্ধশতক পূর্ণ করবে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। আজ বৃহস্পতিবার উদ্বোধন হল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার।উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সল্টলেকে করুণাময়ীর কাছে সেন্ট্রাল পার্কে বইমেলা প্রাঙ্গণেই হচ্ছে এ বছরের বইমেলা। শহরে গড়ে উঠবে 'বইতীর্থ'। ‘বইতীর্থ’ গড়ে তোলার জন্যে রাজ্য সরকার ১০ কোটি টাকা বিনিয়োগ করছে বলে এ দিন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে জানিয়েছেন, এবছর কলকাতা বইমেলার ফোকাল থিম কান্ট্রি আর্জেন্টিনা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আর্জেন্টিনার বিশিষ্ট সাহিত্যিক গুস্তাবো কানসোব্রে এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো কাউসিনো।

মুখ্যমন্ত্রী বলেন, ২০২৪ সালে ২৭ লক্ষ মানুষ এসেছিলেন। বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার। এ বার তা ছাড়িয়ে যাবে। ১১০০টি স্টল করা হয়েছে। ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা প্রাঙ্গন খোলা থাকবে। এ বারের বইমেলায় ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, পেরু-সহ ২০টি দেশ অংশগ্রহণ করছে। পাবলিশার্স ও বুক সেলার্স গিল্ডের তরফে একটি ‘বইতীর্থ’ নির্মাণের আবেদন করা হয় মুখ্যমন্ত্রীর কাছে। আগামী বছর কলকাতা বইমেলা ৫০ বছরে পদার্পণ করবে। তার আগে এই ‘বইতীর্থ’ নির্মাণ করা হবে। এ দিন মঞ্চ থেকেই মমতা জানান, বিষয়টি নিয়ে একটি অফিসিয়াল চিঠি (আবেদন পত্র) পাঠানোর কথা বলা হয়েছে গিল্ডকে।

লেখক স্বপ্নময় চক্রবর্তীর হাতে গিল্ড এবং প্রকাশনী সংস্থার ‘লাইফ টাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী। এর পরে ৪৯ বার হাতুড়ি ঠুকে ৪৯তম কলকাতা বইমেলার উদ্বোধন করেন। মেলাকে ‘দুষ্টু লোকদের’ হাত থেকে বাঁচানোর জন্য গিল্ডকে বিমা করানোরও পরামর্শ দেন। মেলা চলবে আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page