সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে অযোগ্য প্রমাণিতরা নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না, জানিয়ে দিল হাইকোর্ট
- The Conveyor
- Jul 7
- 1 min read

কলকাতা, ৭ জুলাই, ২০২৫: বড় ধাক্কা খেল এসএসসি এবং রাজ্য সরকার৷ সুপ্রিম কোর্টে নির্দিষ্টভাবে অযোগ্য প্রমাণিতরা ২০২৫এর এসএসসির নিয়োগপ্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। সোমবার এক রায়ে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, কোনও ‘দাগি বা চিহ্নিত অযোগ্য’ প্রার্থী যদি ইতিমধ্যেই আবেদন করে থাকেন, সেই আবেদনপত্র বাতিল করতে হবে। একই সঙ্গে হাইকোর্টের তরফে জানানো হয়েছে, গত ৩০ মে যে বিজ্ঞপ্তি দিয়েছিল এসএসসি, তাকে সামনে রেখেই নিয়োগপ্রক্রিয়া চালিয়ে নিয়ে যাওয়া যাবে। বিজ্ঞপ্তির বাকি অংশে আদালত হস্তক্ষেপ করেনি।
প্রসঙ্গগত, ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ সেই নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়েছে৷ যদিও রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়৷প্রসঙ্গগত, ২৬ হাজার চাকরি বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশ মতো নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার৷ সেই নিয়োগ পরীক্ষার জন্য ইতিমধ্যেই আবেদন করার প্রক্রিয়াও শুরু হয়েছে৷ যদিও রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় অযোগ্যদের সুযোগ করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে একাধিক মামলা হয়৷ অভিযোগ ওঠে, এসএসসি-র ২০২৫-এর ওই বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।
সোমবার হাই কোর্টে নিজেদের অবস্থান জানায় রাজ্য এবং এসএসসি। তাদের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশে কোথাও বলা নেই যে নির্দিষ্ট ভাবে চিহ্নিত ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীরা নিয়োগপ্রক্রিয়ায় যোগ দিতে পারবেন না। যদিও এই যুক্তিতে সন্তুষ্ট হয়নি আদালত। বিচারপতি ভট্টাচার্য বলেন, ‘‘কমিশনের কাছ থেকে এই ব্যাখ্যা প্রত্যাশিত নয়।’’ এদিনের রায়ের পর মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামিম বলেন, রাজ্য সরকার অযোগ্যদের বাঁচাতে মরিয়া। তাই সুপ্রিম কোর্টের রায় অগ্রাহ্য করে অযোগ্যদের পরীক্ষায় বসার সুযোগ দিয়েছেন। যাতে পিছনের দরজা দিয়ে তাদের ফের নিয়োগ করা যায়।













Comments