top of page

শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ ‘সিএমএস-০৩’

ree


২ নভেম্বর, ২০২৫: শ্রীহরিকোটা থেকে সফল ভাবে উৎক্ষেপণ হয়ে গেল ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’র তৈরি কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’। রবিবার বিকেল ৫টা ২৬ মিনিটে নির্ধারিত সময়েই উৎক্ষেপণ করা হল এই ভারী কৃত্রিম উপগ্রহটি। ৪৪১০ কেজি ওজনের এই কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পৌঁছে দেবে ভারতের তৈরি এলভিএম৩-এম৫ রকেট। স্যাটেলাইটটি ভারতের মাটি থেকে যাবে জিওসিঙ্ক্রোনাস ট্রান্সফার অরবিট (GTO)-এ। বিপুল পরিমাণ ওজন বহনে সক্ষম এই রকেট ‘বাহুবলী’ হিসেবেও পরিচিত। ইসরোর এই ‘বাহুবলী’ রকেটটি লম্বায় প্রায় সাড়ে ৪৩ মিটার।

সিএমএস-০৩ একটি মাল্টিব্র্যান্ড কমিউনিকেশন স্যাটেলাইট। এর মাধ্যমে গোটা ভারতের ভূখণ্ডের পাশাপাশি সমুদ্র এলাকায় কমিউনিকেশন সংক্রান্ত পরিষেবা মিলবে। পিটিআই জানাচ্ছে, এই কৃত্রিম উপগ্রহটিকে যে সব কাজে ব্যবহার করা হবে, তার মধ্যে অন্যতম হল সামরিক নজরদারি। যদিও ইসরোর তরফে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে কোনও মন্তব্য করা হয়নি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, সিএমএস-০৩ হল যোগাযোগের জন্য একটি বহুমাত্রিক কৃত্রিম উপগ্রহ। ভারতীয় ভূখণ্ড-সহ ভারত মহাসাগরীয় বিস্তীর্ণ এলাকায় এটি পরিষেবা দেবে বলে জানিয়েছে ইসরো। এই নতুন কৃত্রিম উপগ্রহটির আগে নৌসেনার হয়ে একই কাজ করত ‘জিস্যাট-৭’ বা রুক্মিণী। ২০১৩ সাল থেকে দেশের উপকূলকে নিরাপদ রেখেছিল এই উপগ্রহ। এবার সেটির বয়স হয়েছে। অনেক যন্ত্রাংশও বিকল হয়েছে। সেই কথা মাথায় রেখেই এবার রুক্মিণীর জায়গায় পাঠানো হচ্ছে ‘সিএমএস-০৩’-কে।

ইসরো এর আগে সাড়ে পাঁচ হাজার কেজিরও বেশি ওজনের কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে। তবে তা ভারতের মাটি থেকে পাঠানো হয়নি। ২০১৮ সালের ডিসেম্বরের ফরাসি সংস্থা ‘এরিয়ানস্পেস’-এর সাহায্য নিয়ে ৫,৮৫৪ কেজি ওজনের কৃত্রিম উপগ্রহ জিস্যাট-১১ মহাকাশে পাঠিয়েছে ভারত। ওই সময় ইসরোর কৃত্রিম উপগ্রহটিকে মহাকাশে পাঠিয়েছিল ‘এরিয়েন-৫ ভিএ-২৪৬’ রকেট। সেটি উৎক্ষেপণ করা হয়েছিল দক্ষিণ আমেরিকায় ফরাসি ভূখণ্ড ফ্রেঞ্চ গুয়ানার কোউরুও থেকে।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page