মুম্বইতে ১৭ জন শিশুকে পণবন্দি করে হত্যার হুমকি, এনকাউন্টারে মৃত অপহরণকারী, উদ্ধার সব শিশু
- The Conveyor
- 3 days ago
- 2 min read

৩০ অক্টোবর, ২০২৫: মুম্বই নগরীর বুকে অডিশনের নামে পণবন্দি করা হয়েছিল ১৭ শিশুকে। অপহরণকারী পেশায় শিক্ষক। উদ্ধারকাজের সময় পুলিশের গুলিতে মৃত্যু হল অপহরণকারী যুবকের। পাওয়াইয়ের RA Studio-তে এই ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, অডিশনের নাম করে শিশুদের আনিয়েছিল অভিযুক্ত রোহিত। সব শিশু ৮ থেকে ১৪ বছরের মধ্যে। যতজনকে আটকে রাখা হয়েছিল, তাদের সবাইকে মুক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দুপুর পৌনে ২টা নাগাদ পাওয়াই থানায় ফোন আসে। তারপরেই অ্যাকশনে নামে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তের সঙ্গে কথা বলা শুরু করে পুলিশ। কিন্তু শিশুদের মুক্তি দিতে চাননি রোহিত। পুলিশের দাবি, বলপ্রয়োগ করলে শিশুদের ক্ষতি করার হুমকি দেন অভিযুক্ত। তারপরেই শৌচাগার হয়ে ঢোকার চেষ্টা করে পুলিশ। দুটোর সময় পুলিশের কাছে ফোন যাওয়ার পর বেলা তিনটের সময় ফায়ার ব্রিগেডের কাছে ফোন যায়। এর পর তারা হাইড্রোলিক সরঞ্জাম দিয়ে গ্রিলগুলি কেটে ভিতরে প্রবেশ করে।
পুলিশ সূত্রে খবর, পওয়াইয়ের ওই স্টুডিয়োয় অভিনয়ের ক্লাস হত। অডিশনও চলত। বৃহস্পতিবারও অডিশন দিতে এসেছিল প্রায় একশো শিশু। বেশির ভাগকেই চলে যেতে বলেন রোহিত। তবে ১৭ জন শিশুকে আটকে রাখেন। তার পর ভিডিয়োবার্তায় হুমকি দেন, তাঁর দাবি না মানা হলে পরিণতি ভয়াবহ হবে। শিশুদের মৃত্যুর জন্য তিনি দায়ী থাকবেন না। গোটা স্টুডিয়োয় আগুন ধরিয়ে দেওয়া হবে। পুলিশ সূত্রে খবর, তিনি পেশায় শিক্ষক। শিক্ষা দফতরের কিছু ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলতে চাইছিলেন। সম্ভবত, কর্মক্ষেত্র সংক্রান্ত কোনও সমস্যায় তিনি ভুগছিলেন।
স্টুডিয়োয় ১৭ শিশুকে পণবন্দি করে রেখেছিলেন রোহিত আর্য নামে ওই যুবক। পুলিশ সূত্রে খবর, শিশুদের উদ্ধার করতে গেলে তাদের লক্ষ্য করে এয়ার গান থেকে গুলি চালান রোহিত। পাল্টা গুলি চালায় পুলিশও। তাতেই গুলিবিদ্ধ হয়ে আহত হন অভিযুক্ত যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় অপহরণকারী ওই যুবকের। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে একটি এয়ার গান এবং বেশ কিছু রায়াসনিক উদ্ধার হয়েছে। ওই স্টুডিয়োতেই তিনি কাজ করতেন। নিজের একটি ইউটিউব চ্যানেলও ছিল।













Comments