top of page

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফায় বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ

ree


৬ নভেম্বর, ২০২৫: সরকারি ভাবে শেষ হলো বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ। নির্বাচন কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত প্রথম দফায় বিহারে ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহার বিধানসভা নির্বাচনে বিপুল উৎসাহে ভোটদানের জন্য রাজ্যবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন। আজ প্রথমপর্বের ভোটদান চলাকালীন এক্সহ্যান্ডেলে এক বার্তায় তিনি প্রথমবার ভোট দেওয়া যুব ভোটারদের বিশেষ অভিনন্দন জানান।

এই পর্বে ১৮ টি জেলার ১২১ টি বিধানসভা আসনে ভোট নেওয়া হয়েছে। ভোটগ্রহণ পর্ব চলেছে সন্ধে ছটা পর্যন্ত। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। সম্পূর্ণ প্রক্রিয়ার ওপর নজরদারির জন্য তৈরি করা হয়েছিল একটি আধুনিক কমান্ড ও কন্ট্রোল সেন্টার। প্রত্যেকটি ভোট কেন্দ্রেই রয়েছে ওয়েবকাস্টিং-এর ব্যবস্থা। সব ভোট কেন্দ্রে রাজ্যে পুলিশের পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে ছিল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী। মহিলা পরিচালিত বুথের সংখ্যা ছিল ৯২৬। অপরদিকে ১০৭-টি দিব্যাঙ্গজন পরিচালিত বুথ ছিল। পাটনায় মুখ্য নির্বাচন আধিকারিকের দফতরে খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম । এই পর্যায়ে ১ হাজার ৩১৪ জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করছেন তিন কোটি ৭৫ লক্ষেরও বেশি ভোটদাতা। ১২২ জন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার আসরে রয়েছেন।

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার পর্বেই নির্ধারিত হচ্ছে তাঁর ছেলে তেজস্বী যাদবের ভোটভাগ্য৷ এদিন সকাল সকালই সপরিবার ভোট দেন তিনি৷ ভোট পরবর্তী ছবি পোস্ট করে নিজস্ব ঢঙে বার্তাও দিতে দেখা যায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে। সপরিবারে ভোট দিয়েছেন নীতিশ কুমারও।

বিকেল ৫টা পর্যন্ত প্রথম দফায় বিহারে ভোট পড়েছে ৬০.১৩ শতাংশ। ২০২০ সালের নির্বাচনে ভোট পড়েছিল ৫৭.২৯ শতাংশ। অর্থাৎ গতবারের তুলনায় বেশ কিছুটা বেশি ভোট পড়েছে। তবে ভোটদানের হার আরও কিছুটা বাড়তে পারে। কারণ, বিকেল ৫টার পরেও বিহারের বহু বুথের বাইরে ভোটদাতাদের লাইন ছিল। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে, সবথেকে বেশি ভোট পড়েছে বেগুসরাইয়ে, ৬৭.৩২ শতাংশ। এ ছাড়া বাক্সোরে ৫৫.১০ শতাংশ, দ্বারভাঙায় ৫৮.৩৮ শতাংশ, গোপালগঞ্জে ৬৪.৯৬ শতাংশ, পাটনা ৫৫.০২ শতাংশ, শেখপুরায় ৫২.৩৬ শতাংশ, এবং বৈশালীতে ভোট পড়েছে ৫৯.৪৫ শতাংশ।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page