top of page

পুজোয় নতুন দুটি এসি লোকাল ট্রেন উপহার পূর্ব রেলের

ree


কলকাতা, ২ সেপ্টেম্বর, ২০২৫: পুজোয় দুটি নতুন এসি ট্রেন পাচ্ছে শহরবাসী। শিয়ালদহ ডিভিশনের দুটি রুটে চালু হচ্ছে এসি লোকাল। ছুটবে শিয়ালদহ-বনগাঁ–রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, নতুন দুটি এসি লোকালের উদ্বোধন হবে আগামী ৫ সেপ্টেম্বর। মঙ্গলবার রেলের তরফে জানানো হয়, আগামী ৫ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে রানাঘাট-বনগাঁ-শিয়ালদহ এবং কৃষ্ণনগর-শিয়ালদহ শাখায় এসি লোকাল ট্রেন চলবে। তবে রবিবার বাদে এই দুই শাখায় সপ্তাহের প্রতি দিন পাওয়া যাবে এসি লোকাল।

পুজোর চারদিনে গ্রাম ও শহরতলি থেকে অনেকেই ট্রেন ধরে কলকাতায় আসেন। রাত জেগে চলে প্যান্ডেল হপিং। ফলে এই দুটি রুটে ট্রেন চললে লক্ষাধিক মানুষের সুবিধা হবে বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।

রেলের বিজ্ঞপ্তি অনুসারে, রানাঘাট থেকে নতুন এসি লোকাল ট্রেনটি ছাড়বে সকাল ৭টা ১১ মিনিটে। সেই ট্রেন বনগাঁ পৌঁছোবে সকাল ৭টা ৫২ মিনিটে। তার পর বনগাঁ থেকে সেই ট্রেন ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে সকাল ৯টা ৩৭ মিনিটে। আবার শিয়ালদহ থেকে সেই এসি লোকাল ছাড়বে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। বনগাঁ পৌঁছোবে রাত ৮টা ০৪ মিনিটে। তার পর গন্তব্য রানাঘাটে পৌঁছোবে রাত ৮টা ৪১ মিনিটে। পাশাপাশি শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় এক জোড়া এসি লোকাল চলবে। রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে আপ কৃষ্ণনগর এসি লোকাল ছাড়বে সকাল ৯টা ৪৮ মিনিটে। সেই ট্রেন কৃষ্ণনগর পৌঁছোবে বেলা ১২টা ০৭ মিনিটে। আবার কৃষ্ণনগর থেকে এসি লোকালটি দুপুর দেড়টা নাগাদ ছেড়ে শিয়ালদহ পৌঁছোবে দুপুর ৩টে ৪০ মিনিটে।

রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ লোকাল চালু হলে বিমানযাত্রীদের সুবিধা হবে। বিমানবন্দরের একদম কাছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে নামতে পারবেন যাত্রীরা। ফলে সময় বাঁচবে। শিয়ালদহ-কৃষ্ণনগর রুটের নতুন লোকালে সহজেই মায়াপুরে পৌঁছতে পারবেন ভক্তরা। প্রসঙ্গত, ১১ অগস্ট থেকে শিয়ালদহ-রানাঘাট রুটে এসি লোকাল চালু হয়েছে। ১২টি কামরার এই ট্রেনে রয়েছে ১১২৮টি আসন। যাত্রীদের মধ্যে এই ট্রেন ঘিরে যথেষ্ঠ উৎসাহ রয়েছে। সেই কারণেই এবার আরও দুটি এসি লোকাল চালু হচ্ছে বলে রেল সূত্রে খবর। মেট্রো নয়া পরিষেবায় যাত্রী সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। তার সঙ্গে পাল্লা দিতে এসি রেকও বৃদ্ধি করা হচ্ছে। এমনই পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page