এসএসসি- র নতুন নিয়োগপ্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন খারিজ হয়ে গেল উচ্চ আদালতে
- The Conveyor
- Jul 16
- 2 min read

কলকাতা, ১৬ জুলাই, ২০২৫: রাজ্য সরকারের দেওয়া অতিরিক্ত ১০ নম্বরের আর্জি মেনে নিল আদালত। মান্যতা দেওয়া হয়েছে বয়স ছাড়ের আবেদনেও। স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর নতুন নিয়োগপ্রক্রিয়ার বিজ্ঞপ্তি সংক্রান্ত সব আবেদন খারিজ হয়ে গেল উচ্চ আদালতে! সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় ২৬,০০০ চাকরি বাতিল হওয়ার পরে এসএসসির যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে, সেই সংক্রান্ত যা যা মামলা দায়ের করা হয়েছিল, তা খারিজ করে দিয়েছে হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ।
এসএসসি যে নয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা নিয়ে একাধিক আপত্তি তোলেন বঞ্চিত চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁরা দাবি করেন, ২০১৬ সালের পুরো প্যানেল বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তাই ২০১৬ সালের বিধি মেনেই এবার নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে। সেজন্য পূর্ব অভিজ্ঞতার জন্য যে ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে, সেটা নিয়েও আপত্তি তোলেন। কিন্তু বঞ্চিত চাকরিপ্রার্থীদের সেইসব যুক্তির বিরোধিতা করে রাজ্য সরকার এবং কমিশন। রাজ্যের তরফে দাবি করা হয়, সুপ্রিম কোর্টের কোনও রায় লঙ্ঘন করা হয়নি। যদিও কারও মনে হয় যে সুপ্রিম কোর্টের রায়ের বিরোধিতা করা হয়েছে, তাহলে তাঁরা শীর্ষ আদালতে যেতে পারেন।
সোমবার ডিভিশন বেঞ্চে ওই বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি শেষ হয়। রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডভোকেট জেনারেল (এজি) কিশোর দত্ত। এসএসসির তরফে ছিলেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী হিসাবে ছিলেন অনিন্দ্য মিত্র এবং বিকাশরঞ্জন ভট্টাচার্য।
উল্লেখ্য, নয়া বিধিতে বলা হয়েছিল, এ বার ৬০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে, আগে যা ৫৫ নম্বরের ছিল। শিক্ষাগত যোগ্যতার উপরে ৩৫ নম্বরের পরিবর্তে রাখা হয়েছিল সর্বোচ্চ ১০ নম্বর। ইন্টারভিউয়ের ক্ষেত্রে ১০ নম্বর, শিক্ষকতার অভিজ্ঞতা এবং ‘লেকচার ডেমনস্ট্রেশন’-এর উপর সর্বোচ্চ ১০ নম্বর করে রাখা হয়েছিল। শুধু তা-ই নয়, ২০২৫ সালের ১ জানুয়ারির হিসাবে যাঁদের বয়স সর্বোচ্চ ৪০ বছর, তাঁরাই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন বলেও জানিয়েছিল এসএসসি। বুধবার শেষমেশ এসএসসির সেই সিদ্ধান্তকেই মান্যতা দিল উচ্চ আদালত।
Comments