top of page

এই প্রথম ভোটগ্রহণ পর্বের দিন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক




কলকাতা, ১৫ এপ্রিল: এবার প্রথম ভোটগ্রহণ পর্বের দিন কোচবিহার জেলায় থাকবেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরা। আগে লোকসভা নির্বাচন বা বিধানসভা নির্বাচনের সময় পর্যবেক্ষকরা ভোটের দিন দূর থেকেই অপারেশন করতেন। একুশের বিধানসভা নির্বাচনে কোচবিহার তপ্ত হয়ে উঠেছিল। এবারও লোকসভা নির্বাচনের প্রাক্কালে নিশীথ–উদয়ন ঝামেলা লেগে রয়েছে।

লোকসভা নির্বাচনের লড়াইয়ে মুখোমুখি দাঁড়িয়ে নিশীথ প্রামাণিক–জগদীশ বসুনিয়া। প্রথম দফার নির্বাচনে বাংলার তিন আসনেই বিশেষ নজর রাখছে নির্বাচন কমিশন। তবে পাখির চোখ কোচবিহার। আগামী ১৯ এপ্রিল প্রথম দফার ভোটগ্রহণ পর্ব আছে এখানে। নির্বাচন কমিশন সূত্রে খবর, নির্বাচনের দু’দিন আগে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে থাকবেন কমিশনের দুই বিশেষ পর্যবেক্ষক। তারপর ভোটগ্রহণ পর্বের দিন কোচবিহারে থাকবেন তাঁরা, এমনই সিদ্ধান্ত নিয়েছেন ওই দুই বিশেষ পর্যবেক্ষক। এবার গ্রাউন্ড জিরোয় থেকে পরিস্থিতির উপর নজর রাখতে চাইছেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষকরা।

এদিকে রাজ্যে দ্বিতীয় দফার ভোটগ্রহণেও একশো শতাংশ বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ নির্বাচন কমিশন সূত্রে এমনই খবর৷ আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় উত্তরবঙ্গের তিনটি আসন রায়গঞ্জ, বালুরঘাট এবং দার্জিলিংয়ে ভোট৷ নির্বাচন কমিশন সূত্রে খবর, দ্বিতীয় দফায় মোট ২৭২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ভোটকেন্দ্রে নিরাপত্তার দায়িত্ব সামলাবে৷

১৯ এপ্রিল প্রথম দফায় কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি কেন্দ্রে ভোট পরবর্তী হিংসা রুখতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে রাখবে কমিশন৷ পাশাপাশি ৬ কোম্পানি কাজে লাগানো হবে স্ট্রং রুমের নিরাপত্তা এবং প্রথম ও দ্বিতীয় দফায় যে জায়গাগুলিতে ভোট হবে, সেখানে ভোট পরবর্তী হিংসা সামলানোর জন্য৷ এর পাশাপাশি তৃতীয় দফায় ৭ মে যে চারটি কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে, সেখানেও আরও ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে কমিশন৷


Top Stories

bottom of page