top of page

আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আইএসএল



কলকাতা, ৬ জানুয়ারি, ২০২৫: অবশেষে শুরু হচ্ছে আইএসএল। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই ফুটবল টুর্নামেন্ট। অংশগ্রহণ করবে ১৪টি দল৷ কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের হস্তক্ষেপে কাটল জট। মঙ্গলবার আনুষ্ঠানিক ভাবে এই ঘোষণা করলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দিল্লিতে ক্লাবের প্রতিনিধি, AIFF এবং ক্রীড়ামন্ত্রকের সঙ্গে বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সাংবাদিক বৈঠকে এই নিয়ে জানান তিনি। দল সংখ্যা কমছে না। মোট ১৪টি দলকে নিয়েই আয়োজিত হবে আগামী মরশুমের ISL।

আগের মতোই হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাটে হবে খেলা। মোট ৯১টি ম্যাচ হবে। দলগুলির যাতায়াত এবং থাকার ব্যবস্থা-সহ লজিস্টিস জটিলতার অবশ্য সমাধান হয়নি। সেগুলি সমাধানেক চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। ক্লাবগুলিকে কতগুলি করে ম্যাচ খেলতে হবে বা প্রতিযোগিতার কাঠামো কেমন হবে, সে সম্পর্কে কিছু জানানো হয়নি। এ দিনের বৈঠকে ক্লাবগুলিকে প্রতিযোগিতার রোডম্যাপ জানিয়ে দেওয়া হয়েছে।

কোনও কমার্শিয়াল পার্টনার না পাওয়ায় এতদিন আটকে ছিল লিগ আয়োজন। তবে দিনক্ষণ ঘোষণা করে ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা কিছুটা কাটালেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী। সবরকম ভাবে সাহায্য করবে সরকার, তা-ও জানিয়েছেন তিনি। যে ১৪ টি দল এবারের আইএসএলে খেলবে তারা হল মোহনবাগান, ইস্ট বেঙ্গল, মহমেডান, ইন্টার কাশি, মুম্বই সিটি, চেন্নাইয়িন, এসসি দিল্লি, বেঙ্গালুরু, নর্থ ইস্ট, জামশেদপুর, ওড়িশা, কেরালা ব্লাস্টার্স, ইন্টার কাশি এবং এফসি গোয়া। ভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, আগামী সপ্তাহেই ২০২৬ সালের আইএসএল-এর নির্ঘণ্ট ঘোষণা করা হবে৷



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page