IRCTC অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক না থাকলে রিজার্ভেশন উইন্ডো খোলার দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত টিকিট বুক করা যাবে না
- The Conveyor
- 3 days ago
- 1 min read

৫ জানুয়ারি, ২০২৬: যাঁরা তাঁদের আইআরসিটিসি অ্যাকাউন্ট আধারের সঙ্গে লিঙ্ক করবেন না তাঁরা রিজার্ভেশন উইন্ডো খোলার প্রথম দিন সকাল ৮টা থেকে বিকেল ৪টে পর্যন্ত টিকিট বুক করতে পারবেন না। ৫ জানুয়ারি থেকে এই শর্ত চাপাল রেল। দু'মাস আগে ট্রেনের টিকিট বুক করতে চাইলে মানতে হবে এই নিয়ম।
এই বিধিনিষেধ শুধুমাত্র ট্রেন ছাড়ার তারিখের ৬০ দিন আগে খোলা বুকিংয়ের ক্ষেত্রে প্রযোজ্য হবে, যাতে সাধারণ যাত্রীরা অগ্রাধিকার পেতে পারেন। প্রথম পর্যায়টি শুরু হয়েছিল ২৯ ডিসেম্বর থেকে, দ্বিতীয় পর্যায়টি সোমবার ৫ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। তৃতীয় পর্যায়টি ১২ জানুয়ারি থেকে বাস্তবায়িত হবে। প্রথম ধাপে ২৯ ডিসেম্বর থেকে, আধার ছাড়া ব্যবহারকারীরা সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বুকিং করতে পারবেন না- এমন বিজ্ঞপ্তি ছিল। দ্বিতীয় ধাপ: ৫ জানুয়ারি থেকে, এই নিষেধাজ্ঞা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অব্যাহত থাকবে। তৃতীয় পর্যায়ে ১২ জানুয়ারি থেকে, সকাল ৮টা থেকে মধ্যরাত পর্যন্ত এই ধরনের অ্যাকাউন্ট থেকে টিকিট বুকিং সম্পূর্ণরূপে বন্ধ থাকবে। সিস্টেমের উপর চাপ কমাতে এই পরিবর্তনগুলি করা হয়েছে বলে জানা গিয়েছে ভারতীয় রেলের তরফে।
রেলওয়ের এই পদক্ষেপ মূলত জাল অ্যাকাউন্ট এবং দালালদের মাধ্যমে করা বুকিং রোধ করার লক্ষ্যে। লক্ষ্য হল শুরুর দিনে যত বেশি সম্ভব প্রকৃত যাত্রীদের নিশ্চিত টিকিট সরবরাহ করা। এই পদক্ষেপ অনলাইন প্ল্যাটফর্মে সাধারণ মানুষকে সমান সুযোগ প্রদান করবে এবং সফ্টওয়্যার-ভিত্তিক কারসাজিও রোধ করবে।













Comments