আগামী কয়েক দিনে নামতে পারে পারদ
- The Conveyor
- Nov 20, 2023
- 1 min read

কলকাতা, ২০ নভেম্বর: আগামী কয়েক দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা বেশ খানিকটা কমতে পারে। উত্তুরে হাওয়ার কারণে ঠান্ডার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। চলতি সপ্তাহেই পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আবহাওয়া দফতর অনুযায়ী, আগামী শুক্র-শনিবারের মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমবে দক্ষিণের জেলাগুলিতে। কলকাতায় সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। চলতি সপ্তাহের শেষে কলকাতায় ১৮ ডিগ্রি পর্যন্ত পারদ নামতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া-সহ রাজ্যের পশ্চিম দিকের জেলাগুলিতে আগামী কয়েক দিনে তাপমাত্রা পৌঁছতে পারে ১৫ ডিগ্রির কাছাকাছি। রাজ্যে উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া ঢুকতে শুরু করেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
তবে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমি ঝঞ্ঝার কারণে উত্তরবঙ্গের কিছু জেলায় কয়েক পশলা বৃষ্টি হতে পারে। তারপর উত্তরবঙ্গেও জাঁকিয়ে ঠান্ডা পড়বে বলে পূর্বাভাস।
Comments