প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক ফলাফল। বেড়েছে পাশের হার। প্রথম দশে ৫৭ জন
কলকাতা, ২ মে: প্রকাশিত হল ২০২৪-এর মাধ্যমিক ফলাফল। চলতি বছর লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। শেষ হয় ১২ ফেব্রুয়ারি। ফল প্রকাশ হল ৮০ দিনের মাথায়।
সাংবাদিক সম্মেলন থেকে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মোট ৯,১০,৫৯৮ জন পরীক্ষা দিয়েছে, এর মধ্যে ৪,০৩,৯০০ ছাত্র এবং ৫,০৮,৬৯৮ ছাত্রী। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৭,৬৫,২৫২ জন। পাশের হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৮৬.৩১ শতাংশ। ২০২৩-এ এই হার ছিল ৮৬.১৫ শতাংশ। প্রথম দশে রয়েছে ৫৭ জন পরীক্ষার্থী।
দিনের দিনই স্কুল কর্তৃপক্ষের হাতে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ। অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট 'লাইভ' হওয়ার ১৫ মিনিট পর থেকেই পর্ষদের নির্ধারিত ক্যাম্প অফিস থেকে মার্কশিট এবং সার্টিফিকেট বণ্টন করা হবে বলে জানানো হয়েছে। প্রতিটি স্কুলের প্রতিনিধিদের হাতে সংশ্লিষ্ট স্কুলের পড়ুয়াদের মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে। তারপর স্কুল কর্তৃপক্ষের তরফে পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে পড়ুয়াদের হাতে।
এবারের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে চন্দ্রচূড় সেন। কোচবিহারের রামভোলা হাইস্কুলের ছাত্র সে। ৬৯৩ (৯৯%) পেয়ে প্রথম হয়েছে সে। চন্দ্রচূড় বড় হয়ে ডাক্তার হতে চায়। পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু দ্বিতীয় হয়েছে। প্রাপ্ত নম্বর: ৬৯২ (৯৮.৯৬%)। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ৩ জন পরীক্ষার্থী। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাই স্কুলের ছাত্র উদয়ন প্রসাদ, বীরভূমের নিউ ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্রী পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের ছাত্র নৈর্ঋতরঞ্জন পাল। এদের প্রাপ্ত নম্বর ৬৯১ (৯৮.৭১%)।
Comments