top of page

২৭ ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু

ree


কলকাতা, ২২ ডিসেম্বর, ২০২৫: এবার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। আগামী ২৭ ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতরে। প্রথম পর্যায়ে প্রায় ৩০ লক্ষ নো-ম্যাপিং ভোটারদের শুনানির জন্য ডাকা হবে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে ১০ লক্ষ নোটিস জারি হয়ে গিয়েছে।

সিইও দফতর সূত্রে খবর, কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস, কলেজ বিল্ডিংয়ে হবে ভোটারদের শুনানি। জেলাগুলির ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিস এবং ব্লক স্তরের বিভিন্ন দফতরে। শুনানি কেন্দ্র কোথায় কোথায় হবে, তা সংশ্লিষ্ট এলাকার ডিইও-র সঙ্গে আলোচনা করে ঠিক করবেন ইআরও-রা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজের জন্য মাইক্রো অবজার্ভার নিয়োগের সিদ্ধান্ত আগেই নিয়েছে কমিশন। প্রায় চার হাজার মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হচ্ছে। ইতিমধ্যে ওই মাইক্রো অবজার্ভারদের নোটিস পাঠিয়ে দিয়েছে কমিশন। এই দায়িত্ব পাবেন মূলত কেন্দ্রের গ্রুপ বি বা তার ঊর্ধ্বতন আধিকারিকেরা। সোমবার সিইও দফতর সূত্রে জানিয়ে দেওয়া হল, মাইক্রো অবজার্ভার পদে যাঁদের নিয়োগ করা হবে, তাঁরা সকলে এ রাজ্যেরই। আগামী বুধবার কলকাতার নজরুল মঞ্চে দু’দফায় ওই মাইক্রো অবজার্ভারদের প্রশিক্ষণ দেওয়া হবে।

কমিশন সূত্রে খবর, শুনানির টেবিলে বিধানসভা পিছু ১১ জন করে মাইক্রো অবজার্ভার থাকবেন। তবে এই ১১ জন একই জায়গায় বসবেন, না কি সংশ্লিষ্ট বিধানসভায় আলাদা আলাদা বা একাধিক শুনানি কেন্দ্র তৈরি করা হবে, তা স্পষ্ট নয়। প্রতি দিন ১০০ জনকে শুনানির জন্য ডাকা হবে বলে কমিশন সূত্রে খবর। এসআইআর শুনানিতে থাকবে না সিসিটিভি বা ওয়েব কাস্টিং।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page