top of page

নতুন তিনটি এয়ারলাইন্স সংস্থা আসতে চলেছে নতুন বছরে, ছাড়পত্র দিল কেন্দ্র

ree


২৪ ডিসেম্বর, ২০২৫: নতুন তিন সংস্থাকে উড়ানের জন্য ছাড়পত্র দিয়ে দিয়েছে কেন্দ্র। সেক্ষেত্রে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়ার মতো তাবড় অসামরিক বিমান পরিষেবা সংস্থার সঙ্গে বাজারে নামতে দেখা যাবে, তিন নতুন সংস্থাকে। এক পোস্টে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডু বলেন,'গত এক সপ্তাহ ধরে, ভারতীয় আকাশে ডানা মেলতে আগ্রহী নতুন এয়ারলাইন্সের দলগুলির সাথে দেখা করতে পেরে আনন্দিত।' তিনি ওই সোশ্যাল মিডিয়া পোস্টে জানান,'শঙ্খ এয়ার ইতিমধ্যে মন্ত্রকের কাছ থেকে এনওসি পেয়েছে, আল হিন্দ এয়ার এবং ফ্লাইএক্সপ্রেস এই সপ্তাহে তাদের এনওসি পেয়েছে।'

নতুন উড়ান সংস্থাগুলি চালু হওয়ার পরে ইন্ডিগোর প্রতি অতিনির্ভরতা কি কমবে? তা নিয়েও কৌতূহল দানা বাঁধতে শুরু করেছে। বর্তমানে ভারতের আকাশে ৯টি উড়ান সংস্থার বিমান ওড়ে। গত অক্টোবরে ফ্লাই বিগ নামে এক দেশীয় সংস্থা পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। এখন ভারতীয় উড়ান সংস্থাগুলির মধ্যে দেশীয় স্তরে মূলত দু’টি সংস্থারই আধিপত্য রয়েছে। ইন্ডিগো এবং এয়ার ইন্ডিয়া গোষ্ঠী (এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস)— এই দুই সংস্থার আধিপত্য রয়েছে ৯০ শতাংশের উপরে। তার মধ্যে শুধু ইন্ডিগোর ‘দখল’ রয়েছে দেশীয় বাজারের প্রায় ৬৫ শতাংশ। প্রসঙ্গত, বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অভ্যন্তরীণ বিমান চলাচলের বাজারে উঠে আসা ভারতে বিমান অপারেটর বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্র।

অন্য বিমান সংস্থাগুলির তুলনায় এত দিন কিছুটা সস্তায় যাত্রীদের উড়ান পরিষেবা দিত ইন্ডিগো। সম্প্রতি দেশ জুড়ে ইন্ডিগোর বিমান পরিষেবা বিপর্যস্ত হওয়ার পরে বাজারে দুই সংস্থার আধিপত্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। ইন্ডিগোর পরিবেষা বিভ্রাট নিয়ে আদালতে মামলা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে শুরু করেছে কেন্দ্রও। এরই মধ্যে তিন নতুন উড়ান সংস্থার বিষয়ে সমাজমাধ্যমে পোস্ট করেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী রামমোহন নায়ডু।



 
 
 

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page