সঙ্ঘর্ষবিরতি ঘোষণার কয়েকঘন্টার মধ্যেই তা লঙ্ঘন করে জম্মুতে LOC বরাবর ব্যাপক গোলাগুলি চালাচ্ছে পাকিস্তান!
- The Conveyor
- 11 minutes ago
- 2 min read

১০ মে, ২০২৫: সূত্রের পাওয়া খবর অনুযায়ী এর মধ্যেই সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। জম্মুতে LOC বরাবর ব্যাপক গোলাগুলি চলছে বলে খবর। তবে ভারতীয় সেনা এবং বিএসএফ এখনও পর্যন্ত এই নিয়ে মুখ খোলেনি। শনিবার সন্ধ্যা গড়িয়ে রাত হতেই শ্রীনগরে জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। উধমপুরেও পাকিস্তানি ড্রোনের গতিবিধির হদিশ মিলেছে। যেগুলি ধ্বংস করে দিয়েছে ভাকতের এয়ার ডিফেন্স সিস্টেম। আর সেই পরিস্থিতিতে পাকিস্তানের বিরুদ্ধে তুমুল ক্ষোভপ্রকাশ করে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেন, 'সংঘর্ষবিরতি চুক্তির কী হল? শ্রীনগর ছুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে।'
শনিবার বিকেল ৫ টা ৫৬ মিনিটে একেবারে সংক্ষিপ্ত বিবৃতিতে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি ঘোষণা করেন যে গোলাগুলি বর্ষণ-সহ সবধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি এবং ইসলামাবাদ।
বিদেশসচিব মিস্রি জানান, শনিবার দুপুর ৩টে ৩৫ মিনিটে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)-কে ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)। তাঁরা রাজি হয়েছেন যে ভারতীয় সময় অনুযায়ী আজ বিকেল পাঁচটা থেকে দু'পক্ষই স্থলভূমি, আকাশ এবং জলে গোলাগুলি ও যাবতীয় সামরিক পদক্ষেপ বন্ধ রাখা হবে।’ তিনি জানান, আগামী ১২ মে (সোমবার) ভারত এবং পাকিস্তান, দুই দেশের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও) ফের নিজেদের মধ্যে কথা বলবেন। মাত্র ১ মিনিটের জন্য স্থায়ী হয় সাংবাদিক বৈঠকটি। তাৎপর্যপূর্ণভাবে জয়শঙ্কর সমাজমাধ্যমে লেখেন, “আজ ভারত এবং পাকিস্তান সামরিক অভিযান এবং গোলাগুলি বন্ধ করার বিষয়ে একটি বোঝাপড়ায় এসেছে।” একই সঙ্গে তিনি লেখেন, “ভারত ধারাবাহিক ভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপসহীন অবস্থান নিয়ে এসেছে। এটি বজায় থাকবে।”
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি লেখেন, ‘‘আমেরিকার মধ্যস্থতায় রাতভর (আমেরিকার হিসাবে) আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’’ এর পরেই ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’’ পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী মহম্মদ ইশাক দারও যুদ্ধবিরতি নিয়ে নয়াদিল্লি-ইসলামাবাদ ঐকমত্যের কথা জানান।
ভারত প্রথম থেকেই বলে এসেছে যে দুই পড়শি দেশের মধ্যে উত্তেজনা কমবে কিনা, তা নির্ভর করছে পাকিস্তানের উপরে। ভারত মোটেও প্ররোচনা দেয়নি বা উস্কানি দেয়নি। গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলা চালিয়ে উস্কানি দেওয়া হয়েছিল। ২৬ জনকে হত্যার দায় স্বীকার করেছিল পাকিস্তানের সঙ্গে যোগ থাকা জঙ্গি সংগঠন দ্য রেজিট্যান্স ফ্রন্ট। সেই হামলার প্রত্যাঘাত হিসেবে বুধবার রাতে (ইংরেজি মতে) পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি শিবির গুঁড়িয়ে দেয় ভারত। আর জঙ্গিদের মৃত্যুর ‘বদলা’ নিতে ভারতের সাধারণ মানুষ এবং সামরিক ঘাঁটিতে আক্রমণের চেষ্টা চালায় পাকিস্তান। অধিকাংশই প্রতিহত করে দেয় ভারত। তবে শুক্রবার ক্ষয়ক্ষতি ও হতাহত হতেই পাকিস্তানের সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে। আর তা র কয়েক ঘণ্টা পরেই ভারতকে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় পাকিস্তান। আর তাতে রাজি হয়েছে ভারত।
এদিকে ২২ এপ্রিল পহেলগাওয়ে জঙ্গিহানায় নিহত বিতান অধিকারীর স্ত্রী সোহিনী রায়কে ভারতের নাগরিকত্ব দিল কেন্দ্রীয় সরকার। শনিবার এ কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
Comments