শিলিগুড়িতে দ্বিতীয়বার পুজো কার্নিভ্যাল
- The Conveyor
- Oct 26, 2023
- 1 min read

শিলিগুড়ি, ২৬ অক্টোবর: শিলিগুড়িতে পুজো কার্নিভালের আয়োজন করা হয়েছে আজ। শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। এই নিয়ে দ্বিতীয়বার শহরে পুজো কার্নিভাল হতে চলেছে। দশটি পুজো কমিটির দুর্গা প্রতিমা সামিল হবে এই কার্নিভালে।
শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে জানা গেছে বিকেল পাঁচটা অথবা তার কিছুটা পরে এই কার্নিভাল শুরু হওয়ার কথা রয়েছে।
যদিও সমতলের শিলিগুড়িতে এই কার্নিভাল আয়োজন করা হচ্ছে কিন্তু পাহাড়ের নেপালি সংস্কৃতির অঙ্গ নাচ গান ইত্যাদি থাকবে।
গতবছরের মতো এবছরও কার্নিভালের কারণে ট্রাফিক রুটে বেশকিছু পরিবর্তন এনেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
বৃহস্পতিবার দুপুর থেকেই শিলিগুড়ির ভেনাস মোড় দিয়ে এয়ারভিউ মোড় যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে। শুধুমাত্র অ্যাম্বুলেন্স এবং জরুরী পরিষেবার সঙ্গে জড়িত গাড়িগুলি ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারবে। অন্যদিকে বর্ধমান রোড দিয়ে যাতায়াতকারী গাড়িগুলিকে ঝঙ্কারমোড় হয়ে চতুর্থ মহানন্দা ব্রিজ দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
Edited By
Swarnali Goswami













Comments