top of page

শিলিগুড়ির চাঁদমণি এলাকায় রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম- ঘোষণা মুখ্যমন্ত্রীর

ree


কলকাতা, ১০ নভেম্বর, ২০২৫: শিলিগুড়িতে রিচা ঘোষের নামে ক্রিকেট স্টেডিয়াম তৈরি হবে। সোমবার উত্তরবঙ্গে গিয়ে এই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। শিলিগুড়ির চাঁদমণি এলাকায় ২৭ একর জমির উপর গড়ে উঠবে এই আধুনিক স্টেডিয়াম, যা উত্তরবঙ্গের ক্রীড়া পরিকাঠামোয় নতুন ইতিহাস রচনার পথে প্রথম পদক্ষেপ। সেই স্টেডিয়ামের নামকরণ রিচার নামে করা হচ্ছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই ঘোষণার পরই আবেগে ভেসে গিয়ে কেঁদে ফেলেছেন রিচার বাবা।

রিচার সাফল্যে গর্বিত দেশ, গর্বিত বাংলা। শনিবার ইডেন গার্ডেনে এক জমকালো অনুষ্ঠানে বিশ্বকাপজয়ী উইকেটরক্ষক-ব্যাটার রিচা ঘোষকে সংবর্ধনা জানানো হয় সিএবি এবং পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। এদিন মমত সরকার তাঁকে বঙ্গভূষণ পুরস্কারে ভূষিত করে। পাশাপাশি ডেপুটি পুলিশ সুপারিনটেনডেন্ট (DSP) হিসাবে নিযুক্ত করা হয় রিচাকে। তার আগের দিন শিলিগুড়িতেও রিচাকে প্রশাসনের তরফে রেড কার্পেট সম্মান দিয়ে বিমানবন্দর থেকে বাড়ি অব্দি পৌঁছান হয় এবং সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

বিশ্বকাপ ফাইনালে প্রোটিয়া বধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিচা। ৭ নম্বরে ব্যাটিং করে, তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফাইনালে মাত্র ২৪ বলে তিনটি চার এবং দুটি ছক্কা দিয়ে গুরুত্বপূর্ণ ৩৪ রান করেছিলেন, যা ভারতকে চ্যালেঞ্জিং ২৯৮ রান করতে সহায়তা করেছিল। পুরো টুর্নামেন্ট জুড়ে, রিচা আটটি ইনিংসে মোট ২৩৫ রান করেছিলেন , তাঁর গড় রান ৩৯.১৬, যা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

খেলার মধ্যে রয়েছেন, এমন কারও নামে দেশে কখনও কোনও স্টেডিয়াম হয়নি। ভাইচুং ভুটিয়ার নামে একটি রয়েছে। তবে সেটার নামকরণ হয়েছে তিনি অবসর নেওয়ার পর।

সোমবার দুপুরে উত্তরকন্যায় সাংবাদিক বৈঠক করেন তিনি। সেখানেই রিচার নামে শিলিগুড়ির চাঁদমণিতে স্টেডিয়াম গড়ার ঘোষণা করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রিচাকে অভিনন্দন। মাত্র ২২ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। ওর নামে আমরা একটা ক্রিকেট স্টেডিয়াম করতে চাই। চাঁদমণি বাগানে প্রায় ২৭ একর জমি আছে। ওটা ক্রিকেট স্টেডিয়াম হবে। রিচা ক্রিকেট স্টেডিয়াম।’’


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page