শ্যামনগরে উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থানের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত
- The Conveyor
- Aug 11
- 1 min read

শ্যামনগর রাহুতায় অবস্থিত উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থানের ২৪ তম বর্ষ প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল সোমবার সন্ধেয়। এখানে সংস্কৃত ছাড়াও ব্যাকরণ, কাব্য, স্মৃতি, পুরাণ, পৌরহিত্য, জ্যোতিষ প্রভৃতি বিষয় পড়ানো হয়। সঠিক মন্ত্র উচ্চারণের এখানে হাতে-কলমে পুরোহিত শিক্ষা দেওয়া হয়। এদিন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে হাজির ছিলেন শ্রী শ্রী সীতারাম বৈদিক বিদ্যালয়ের অধ্যাপক প্রণবেশ্বর নন্দ মহারাজ, নিখিল বঙ্গ সংস্কৃত সেবা সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য বিদুৎ বরণ বন্দ্যোপাধ্যায়, পন্ডিত কুমার কান্ত ভট্টাচার্য-সহ বিশিষ্ট জনেরা। উত্তর প্রান্তিক সংস্কৃত শিক্ষা প্রচার সমস্থান নামক টোলের অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায় শাস্ত্রী বলেন, প্রতিষ্ঠানের ২৪ তম প্রতিষ্ঠা দিবস উদযাপিত হল। বঙ্গীয় সংস্কৃত শিক্ষা সংসদের অধীনস্থ টোল শিক্ষা কেন্দ্রগুলোকে বাঁচাতে সম্প্রতি রাজ্য সরকার উদ্যোগ নিয়েছে।













Comments