যাদবপুরের ছাত্র স্বপ্নদীপের হত্যার ঘটনার দায় নিতে হবে কর্তৃপক্ষকেও
- The Conveyor
- Aug 13, 2023
- 1 min read

কলকাতা, ১৩ অগাস্ট: অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন (আইসা) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি, ১২ অগাস্ট এক প্রেস বিবৃতিতে জানিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুন্ডুর মর্মান্তিক হত্যার ঘটনায় গোটা রাজ্যের সমস্ত মানুষ উদ্বিগ্ন। কর্তৃপক্ষের ঔদাসীন্য এবং অ্যান্টি র্যাগিং কমিটির নিষ্ক্রিয়তা, র্যাগিং সংস্কৃতির বাড়বৃদ্ধির জন্য দায়ী। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো দীর্ঘ লড়াকু ছাত্র আন্দোলনের পৃষ্ঠভূমিতে র্যাগিং সংস্কৃতির এই ভয়াবহতার বলি হলো একজন ছাত্র।
আইসা রাজ্য কমিটির পক্ষ থেকে প্রথম থেকেই বিচারবিভাগীয় তদন্তের ও অভিযুক্তদের শাস্তির দাবি জানানো হয়েছে। এখনও পর্যন্ত সেই বিষয়ে তেমন কোনও অগ্রগতি ঘটেনি। র্যাগিং সংস্কৃতির মতো মূল সমস্যা থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আর এই ঘটনাকে কাজে লাগিয়ে রোহিত ভেমুলার হত্যাকারীদের সমর্থক শক্তিরা মাঠে নেমেছে। উপাচার্যহীন বিশ্ববিদ্যালয়ে এই পরিস্থিতি আরো উদ্বেগজনক।
অল ইন্ডিয়া স্টুডেন্টস্ অ্যাসোসিয়েশন অবিলম্বে এই ঘটনার বিচারবিভাগীয় তদন্ত, অভিযুক্তদের শাস্তি এবং অ্যান্টি র্যাগিং কমিটিকে দ্রুত সক্রিয় করারও দাবি জানাচ্ছে। কর্তৃপক্ষকেও এই তদন্তের আওতায় নিয়ে আসতে হবে যাতে এই র্যাগিং সংস্কৃতির ভুক্তভোগী হয়ে ভবিষ্যতে এইরকম ভয়াবহ ঘটনা আর না ঘটে। অবিলম্বে এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে নাহলে, এই রাজ্যের ছাত্রসমাজ আগামীদিনে বৃহত্তর আন্দোলনের পথে যাবে, এমনই জানিয়েছে আইসা।
Edited By
Swarnali Goswami
Comments