মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এবং একগুচ্ছ দূরপাল্লা ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- The Conveyor
- 16 hours ago
- 2 min read

কলকাতা, ১৭ জানুয়ারি, ২০২৬: মালদা থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। মালদহ টাউন রেলওয়ে স্টেশন থেকে হাওড়া–গুয়াহাটি (কামাখ্যা) রুটে এই বিশেষ ট্রেনের যাত্রার সূচনা হয়। পতাকা নেড়ে ট্রেন রওনা হওয়ার পর কিছুক্ষণ ট্রেনের ভিতরেই কাটান প্রধানমন্ত্রী।
শনিবার একগুচ্ছ দূরপাল্লা ট্রেনের সূচনা হল পশ্চিমবঙ্গ থেকে। তবে উদ্বোধন হলেও এখনই সাধারণের জন্য চালু হচ্ছে না বন্দে ভারত স্লিপার। রেল মন্ত্রক সূত্রে খবর, খুব শীঘ্রই চালু হবে। হাওড়া থেকে কামাখ্যা, আবার কামাখ্যা থেকে হাওড়া— এই বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসটি ছুটবে। হাওড়া থেকে উত্তরবঙ্গ হয়ে ট্রেনটি যাবে গুয়াহাটিতে। আর অমৃত ভারত এক্সপ্রেস ছাড়বে আলিপুরদুয়ার, রাধিকাপুর এবং নিউ জলপাইগুড়ি (এনজেপি) থেকে। নিউ জলপাইগুড়ি থেকে তিরুচিলাপল্লি যাওয়ার অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা হয় শনিবার। এ ছাড়াও, আলিপুরদুয়ার-পানভেল অমৃত ভারত এক্সপ্রেস, এনজেপি-নাগেরকোয়েল অমৃত ভারত এক্সপ্রেস, রাধিকাপুর-এসভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস এবং বালুরঘাট-এসএমভিটি বেঙ্গালুরু এক্সপ্রেস মিলবে উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশন থেকে।
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, অমৃত ভারত ট্রেনগুলি সপ্তাহে দু’দিন করে সংশ্লিষ্ট স্টেশন থেকে ছাড়বে। খুব কম ভাড়ায় যাত্রীরা সরাসরি উত্তরবঙ্গ থেকে উত্তর এবং দক্ষিণ ভারতে এই সব ট্রেনের মাধ্যমে পৌঁছে যেতে পারবেন। ট্রেনগুলিতে থাকছে ১১টি স্লিপার কামরা, আটটি সাধারণ কামরা এবং একটি প্যান্ট্রি কোচ। দূরপাল্লার এই ট্রেনে দুর্ঘটনা এড়াতে থাকছে অত্যাধুনিক ব্যবস্থা। এক্সপ্রেসগুলিতে ব্যবহার করা হয়েছে ‘অ্যান্টি কলিশন কোচ’! ঘণ্টায় ১৩০ কিলোমিটার পর্যন্ত বেগে ছুটতে পারবে এই দূরপাল্লার এক্সপ্রেসগুলি। রবিবার আরও তিনটি অমৃত ভারত এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী।
এ দিন বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধনের আগে ট্রেনটি ঘুরে দেখেন নরেন্দ্র মোদী। কথা বলেন এই ট্রেনের চালকদের সঙ্গে। স্কুলের কচিকাঁচারাও উপস্থিত ছিল ট্রেনে। তাদের সঙ্গেও কথা বলেন প্রধানমন্ত্রী। ‘মেক ইন ইন্ডিয়া’র অন্যতম নিদর্শন এই ট্রেন। অন্যদিকে ভোটমুখী বঙ্গকেও বিশেষ উপহার এটি। মালদা টাউন স্টেশন ছেড়ে যাওয়ার পরে উদ্বোধনের দিন এই ট্রেন থামছে সাতটি স্টেশনে— আলুবাড়ি রোড, নিউ জলপাইগুড়ি, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বঙ্গাইগাঁও ও রঙ্গিয়া। সেই একই রুটে কামাখ্যা থেকে ট্রেনটি হাওড়া আসবে। কমলা ও ধূসর রঙের অত্যাধুনিক এই ট্রেনে যাত্রীদের কমপক্ষে ৬ ঘণ্টার সফর সময় বাঁচবে। বন্দে ভারত স্লিপার ট্রেনের একাধিক কোচে ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। ওই ট্রেনে থাকা স্কুলপড়ুয়া ছেলেমেয়েদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন তিনি। পড়াশোনা, যাত্রার অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে শিশুদের সঙ্গে গল্প করতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।
বন্দে ভারত স্লিপার ট্রেনে ১১টি এসি থ্রি টিয়ার, চারটি এসি টু টিয়ার এবং একটি এসি ফার্স্ট ক্লাস কামরা থাকবে। ৮২৩ জন যাত্রী সফর করতে পারবেন। হাওড়া-কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেসে ৪০০ কিলোমিটারের জন্য বাতানুকূল থ্রি-টিয়ারে ৯৬০ টাকা, বাতানুকূল টু-টিয়ারে ১২৪০ টাকা এবং প্রথম শ্রেণিতে ১৫২০ টাকা ভাড়া পড়বে। এর সঙ্গে যোগ হবে পাঁচ শতাংশ পণ্য পরিষেবা কর। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যেতে থ্রি-টিয়ারে খরচ পড়বে ১৩৩৪ টাকা। টু-টিয়ারে এই ভাড়া হবে ১৭২৪ টাকা। এসি ফার্স্ট ক্লাসের খরচ হবে ২১১৩ টাকা। এই ট্রেনের রিজার্ভেশনে আরএসি বা ওয়েটিং লিস্ট থাকছেনা। শুধুমাত্র কনফার্ম টিকিটই পাওয়া যাবে।













Comments