top of page

মে মাসে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় 'মোখা'


কলকাতা, ২৬ এপ্রিল: মে মাসে ফের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা। বিভিন্ন আন্তর্জাতিক আবহাওয়া পূর্বাভাস অনুসারে মে-র দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পূর্বাভাস অনুসারে মে-র দ্বিতীয় সপ্তাহে বিষুব রেখার কাছে সুমাত্রা সাগর বা আন্দামান সাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় বঙ্গোপসাগরের আবহাওয়া ঘূর্ণিঝড়টির শক্তি সঞ্চয়ের জন্য সহায়ক হবে বলে মনে করছেন অনেক আবহাওয়াবিদ।

বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার অফ কলকাতার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা বলেন, মে-র দ্বিতীয় সপ্তাহে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল থাকবে। বঙ্গোপসাগরে শেষ পর্যন্ত সত্যিই ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে ‘মোখা’। তবে ঘূর্ণিঝড়ের গতিপথ ঠিক কোনদিকে হবে তা এখনই বলা যাচ্ছেনা।

Top Stories

bottom of page