top of page

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন, উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টি

ree

৪ জুলাই, ২০২৫: মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল প্রদেশের জনজীবন। মেঘভাঙা বৃষ্টি , ধস ও হড়পা বানে ইতিমধ্যে রাজ্যে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৯, নিখোঁজ বহু। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, সিমলা, মান্ডি এবং সিরমৌরে গত ২৪ ঘণ্টায় রেকর্ড বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতের ফলে একাধিক জায়গায় ভূমিধস এবং বন্যায় বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। আবহাওয়া দফতর আগামী ৫ থেকে ৯ জুলাই পর্যন্ত রাজ্যজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা (অরেঞ্জ অ্যালার্ট) জারি করেছে। আগামী ২৪ ঘণ্টায় মাণ্ডি, কাংগ্রা, সিমলা, সোলান, সিমৌর ও হামিরপুরে হড়পা বানের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতে সব থেকে বেশি ক্ষতি হয়েছে হিমাচল প্রদেশের মান্ডিতে। এই জেলায় মৃত এবং নিখোঁজ ব্যক্তির সংখ্যা সর্বাধিক। এখনও পর্যন্ত সেখানে ১০ জনের মৃত্যু এবং ৩৪ জন নিখোঁজের খবর মিলেছে। বেশিরভাগ ক্ষেত্রেই কারণ হড়পা বান মেঘ ভাঙা বৃষ্টি। বন্যার জেরে বহু বাড়ি ভেঙে পড়েছে। চাষের জমিরও বিরাট ক্ষয়ক্ষতি ভয়াল জলের তোড়ে ভেঙে গিয়েছে বহু রাস্তা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, জলে ভেসে যাচ্ছে গাড়ি। মান্ডির লৌঙ্গি পঞ্চায়েতে বহু বাড়ি, গোয়ালঘর, ঘোড়া, ছাগল রাখার জায়গার এখন আরও কোনও অস্তিত্ব নেই। প্রবল বৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজও। বিভিন্ন এলাকা বেশ কয়েক দিন ধরেই বিদ্যুৎবিচ্ছিন্ন। বৃষ্টির প্রভাব পড়েছে পানীয় জল পরিষেবাতেও।

জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF), রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (SDRF), স্থানীয় প্রশাসন, পুলিশ যুদ্ধকালীন তৎপরতায় শুরু করেছে উদ্ধার কাজ। বিভিন্ন এলাকায় তৈরি করা হয়েছে ত্রাণ শিবির। পাশাপাশি নিচু এলাকার বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে আসা হয়েছে। রাজ্যের অধিকাংশ নদীর জল বিপদ সীমার কাছে পৌঁছেছে। এই অবস্থায় বিপাশা নদীর পান্ডোয়া জলাধার থেকে দেড় লক্ষ কিউসেক জল ছাড়ায় পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে নিষেধ করা হয়েছে বাসিন্দাদের।


এদিকে উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টি চলছে। তার জেরে বিপর্যস্ত রাজ্যের বেশ কিছু অংশের জনজীবন। চারধাম যাত্রা সাময়িক ভাবে বন্ধ রেখেছে উত্তরাখণ্ড সরকার। পরিস্থিতির বিষয়ে খোঁজখবর নিতে শুক্রবার মুখ্যমন্ত্রী পুষ্কর সিংহ ধামিকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নন্দপ্রয়াগ, ভানেরপানির কাছে রাস্তায় ধস নেমেছে। তার জেরে গত পাঁচ দিন ধরে বন্ধ বদ্রীনাথ জাতীয় সড়ক। সে কারণে অন্তত ২৪টি গ্রাম জেলাসদর থেকে বিচ্ছিন্ন হয়েছে। উত্তরকাশী জেলায় সর্বাদিয়ার পাত্তি অঞ্চলের আটটি গ্রামের রাস্তা ধসে বিধ্বস্ত। বদ্রীনাথ জাতীয় সড়ক থেকে বোল্ডার, পাথর সরানোর কাজ চলছে। ধস নেমে পিপলকোটি, নন্দপ্রয়াগ, উমাত্তা— চামোলি জেলায় এই তিন জায়গায় বন্ধ রয়েছে জাতীয় সড়ক। শুক্রবার সকালে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীকে ফোন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ। বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত, হিমাচল প্রদেশ, রাজস্থান, ছত্তীসগঢ়। ওই রাজ্যগুলির মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলেন শাহ।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page