পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে পঙ্কজ কুমার সিংকে ‘মধ্যস্থতাকারী’ হিসেবে নিয়োগ প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর
- The Conveyor
- 11 minutes ago
- 1 min read

কলকাতা, ১৮ অক্টোবর ২০২৫: পাহাড়ের সমস্যার স্থায়ী সমাধানে প্রাক্তন আইপিএস পঙ্কজ কুমার সিংকে ‘মধ্যস্থতাকারী’ হিসেবে নিয়োগ করে কেন্দ্র। কিন্তু রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই এই পদক্ষেপ করা হয়েছে, এই অভিযোগ তুলে ও এই নিয়োগ প্রত্যাহারের আবেদন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রাক্তন সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টার মতো কেন্দ্রের শীর্ষ পদে ছিলেনও পঙ্কজ কুমার সিং। তীতে জম্মু-কাশ্মীর এবং উত্তর-পূর্বের একাধিক রাজ্যে জাতিগত অশান্তি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। গতকাল এই নিয়োগের বিষয়ে জানায় কেন্দ্র।
চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘এই নিয়োগের বিষয়টি জিটিএ-র আওতাভুক্ত এলাকার শান্তি, প্রশাসনিক স্থিতিশীলতার সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত। আর জিটিএ পশ্চিমবঙ্গ সরকারের আওতাধীন একটি স্বয়ংশাসিত সংস্থা। কিন্তু তা সত্ত্বেও বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কোনও আলোচনা করা হয়নি।’ এই ধরনের পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামোর উপরে আঘাত, এমনটাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মমতা এ-ও স্মরণ করিয়ে দিয়েছেন যে, ২০১১ সালে রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার এবং গোর্খা জনমুক্তি মোর্চার মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তার পর থেকেই রাজ্য সরকারের অধীনে স্বশাসিত সংস্থা হিসাবে জিটিএ পাহাড়ের পরিকাঠামো উন্নয়ন, শিক্ষা-সহ নানা ক্ষেত্রে কাজ করছে।
এই বিষয়গুলি মাথায় রেখে রাজ্যের সঙ্গে পূর্ব আলোচনা ছাড়াই প্রাক্তন আইপিএস পঙ্কজ কুমার সিংকে মধ্যস্থতাকারী হিসেবে নিয়োগের সিদ্ধান্তটি পুনরায় বিবেচনা করা এবং প্রত্যাহার করার আবেদন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সদ্য প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত হয়েছে উত্তরবঙ্গ। এখনও সেখানে ত্রাণের কাজ চলছে। সর্বত্র পরিস্থিতি স্বাভাবিকও হয়নি। এমন একটি সময়ে বিধানসভা ভোটের কয়েক মাস আগে কেন্দ্রের এই নিয়োগকে ‘অভিসন্ধিমূলক’ বলে মনে করছেন সরকার পক্ষের অনেকে। তাই এই চিঠি।
Comments