অভিষেক র্যাম্পে হাঁটালেন তিন মৃত ভোটারকে, ঘটনায় জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন, নেওয়া হবে পদক্ষেপ
- The Conveyor
- 3 days ago
- 1 min read

কলকাতা, ২ জানুয়ারি, ২০২৬: বিধানসভা ভোটের লক্ষ্যে শুক্রবার থেকে জেলা সফর শুরু করছেন অভিষেক। প্রথম দিনই সভা ছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। সভায় র্যাম্পে ‘চমক’ দেন ডায়মন্ড হারবারের সাংসদ। বক্তৃতার মাঝে তিনি তিন জনকে র্যাম্পে তোলেন। তাঁদের নিয়ে হাঁটেন অভিষেক। দাবি করেন, খসড়া তালিকায় তাঁরা সকলেই মৃত। ওই তিন ভোটার হলেন মনিরুল মোল্লা, হরেকৃষ্ণ গিরি এবং মায়া দাস। তাঁদের মধ্যে দু’জনের বাড়ি মেটিয়াবুরুজ এবং এক জনের বাড়ি কাকদ্বীপে।
তবে সেই ঘটনায় সংশ্লিষ্ট জেলাশাসকের কাছে রিপোর্ট চাইল কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতরের তরফে জানানো হয়, ইচ্ছাকৃত ভাবে কোনও ভুল হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। সিইও দফতর জানায়, একই ধরনের ঘটনায় রাজ্যে এখনও পর্যন্ত ১২-১৫ জন অভিযোগ করেছেন। প্রতিটি ঘটনায় রিপোর্ট চাওয়া হয়েছে। ইচ্ছাকৃত ভাবে কোনও ভুল করা হলে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।
অভিযুক্ত চার আধিকারিক এবং এক কর্মীর বিরুদ্ধে জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলাশাসককে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিল কমিশন৷ পূর্ব মেদিনীপুরের ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর পূর্ব বিধানসভা কেন্দ্রের ইআরও এবং এইআরও বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রের খবর। ওই আধিকারিকদের বিরুদ্ধে ডিইও-কে এফআইআর দায়ের করতে হবে। সেই বিষয়ে রিপোর্ট দিতে বলেছে কমিশন। দুই ইআরও এবং দুই এইআরও ছাড়াও আরও কর্মীর বিরুদ্ধেও একই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন। ওই কর্মী ডেটা এন্ট্রির কাজে যুক্ত ছিলেন।









