১৯ বছর বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়লেন দিব্যা দেশমুখ
- The Conveyor
- Jul 28
- 1 min read

২৮জুলাই, ২০২৫: সিনিয়র দাবাড়ু কোনেরু হাম্পিকে হারিয়ে মেয়েদের দাবা বিশ্বকাপ জিতে গেলেন ১৯ বছর বয়সি দিব্যা দেশমুখ। সোমবার টাইব্রেকারে তিনি হারালেন হাম্পিকে। দ্বিতীয় র্যাপিড গেম জিতে চ্যাম্পিয়ন হলেন দিব্যা। প্রায় দ্বিগুণ বয়সি প্রতিপক্ষকে টাইব্রেকারে হারিয়ে দিব্যা শুধু ইতিহাসই তৈরি করলেন না, প্রথম ভারতীয় মহিলা হিসেবে দাবা বিশ্বকাপ জিতলেন।
কোনেরু হাম্পির কাছে দিব্যার অন্যতম সমস্যা ছিল অভিজ্ঞতা। হাম্পির বয়স ৩৮ আর দিব্যার ১৯। হাম্পি যখন গ্র্যান্ডমাস্টার হন তখন দিব্যার জন্মও হয়নি। এই অসম বয়সি লড়াইয়ে দিব্যার অস্ত্র ছিল আগ্রাসন। দুটো ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় খেলা গড়িয়েছিল টাইব্রেকারে। সেখানে প্রথম র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন দিব্যা। তিনি শুরু করেন ‘পেট্রভ’স ডিফেন্স’ দিয়ে। দুই প্রতিযোগীই আক্রমণাত্মক খেলছিলেন। দ্রুত চাল বিনিময় হচ্ছিল। সেখানে ড্রয়ের সিদ্ধান্ত নেন দিব্যা ও হাম্পি। দ্বিতীয় র্যাপিড গেমে সাদা ঘুঁটি নিয়ে খেলেন হাম্পি। তিনি শুরু করেন ‘কুইন্স গ্যাম্বিট’ দিয়ে। কালো ঘুঁটি নিয়ে খেললেও দিব্যা জয়ের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তিনি সময় কম নিচ্ছিলেন। অন্য দিকে হাম্পি চাল দিতে সময় নিচ্ছিলেন বেশি। চাপের মুখে একটা ভুল চাল দিয়ে ফেলেন হাম্পি। সেটাই কাজে লাগান দিব্যা। ৩৪ চালের পর হার মেনে নিতে বাধ্য হন হাম্পি। দুই রাউন্ডের পর তাঁদের দু’জনেরই পয়েন্ট হয় ১। খেলা গড়ায় টাইব্রেকারে। সেখানেই হাম্পিকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন দিব্যা।
জেতার পর দিব্যার চোখে জল। তিনি মা-কে জড়িয়ে ধরে কাঁদতে থাকেন। পুরো টুর্নামেন্টেই তাঁর মা সাইডলাইনে ছিলেন। দিব্যা দেশমুখ মহারাষ্ট্রে নাগপুরের বাসিন্দা। তিনি এই ফাইনাল জিতে গ্র্যান্ডমাস্টারের খেতাব জিতলেন। চতুর্থ ভারতীয় মহিলা হিসেবে এই নজির তৈরি করলেন তিনি। তবে তাঁর গ্র্যান্ডমাস্টার খেতাব প্রথাগত পথ মেনে হলো না। সাধারণত গ্র্যান্ডমাস্টার খেতাব পেতে গেলে Elo রেটিং মার্কে ২৫০০ পয়েন্ট পেতে হয়। দিব্যা বিশ্বকাপ জেতায় সেই পথে তাঁকে মাড়াতে হলো না।
Comments