বিজেপির নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য
- The Conveyor
- Jul 3
- 2 min read

কলকাতা, ৩ জুলাই,. ২০২৫: বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হলেন শমীক ভট্টাচার্য। বৃহস্পতিবার এদিন কলকাতার সায়েন্স সিটিতে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচন অনুষ্ঠানে শমীকবাবুর হাতে সার্টিফিকেট তুলে দেন বিজেপির নির্বাচনী আধিকারিক রবিশংকর প্রসাদ। অনুষ্ঠানে হাজির ছিলেন বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা পড়েছিল একটিই। প্রত্যাশিত ভাবেই বৃহস্পতিবার আনুষ্ঠানিক ভাবে শমীক ভট্টাচার্যকে পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি হিসাবে ঘোষণা করে দিল বিজেপি। সংবর্ধনার আয়োজন করা হয়েছিল সায়েন্স সিটিতে। সেখানে রাজ্য বিজেপির শীর্ষ স্তরের নেতারা প্রায় সকলেই ছিলেন। অনুষ্ঠানে হাজির ছিলেন বিদায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে ছিলেন না দিলীপ ঘোষ। তাঁকে আমন্ত্রণ জানানো হয়নি।
তাঁর হাতে দায়িত্বভার তুলে দিয়ে সুকান্ত ভট্টাচার্য বলেন, "বিজেপিতে আদি-নব্য বলে কিছু নেই।" শুভেন্দু অধিকারী বলেন, "বাংলাকে দিল্লিতে পৌঁছেছেন শমীক।" নবনির্বাচিত রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, "বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনও আসন নেই তাদের আমরা সর্বদলীয় বৈঠকে ডাকি না। এই লড়াই সহজ ছিল না। ১% ছিল ভোট শতাংশ। তৃণমূলের বিসর্জন নিশ্চিত এরাজ্যে। বাংলার মানুষ মেধা চায়, ঘরে থাকতে চায়। বাংলায় প্রতারিত হয়েছে মেধা। আমরা সঙ্গে আছি আপনাদের। বাংলায় মেধা প্রতারিত হবে না কেউ পরিযায়ী শ্রমিক হবে না এই সংকল্প বিজেপির।"
বঙ্গ বিজেপির বাগ্মী নেতা হিসাবে সুপরিচিত শমীকবাবু। এদিন রাজ্য সভাপতির পদে বসেই রাজ্যের মুসলিমদের বার্তা দেন তিনি। তিনি বলেন, 'সংখ্যালঘুদের বুঝতে হবে। বিজেপির লড়াই সংখ্যালঘুদের বিরুদ্ধে নয়। বিজেপির লড়াই কোনও মুসলমানের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই হল আপনাদের বাড়ির ছেলেরা যারা পাথর হাতে নিয়ে ঘুরছে আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে নেমেছে আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখাবে।' এ দিন সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তাও দিয়েছেন শমীক। সদ্য দায়িত্বপ্রাপ্ত রাজ্য বিজেপি সভাপতি বলেন, ‘আমরা চাই পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর বিসর্জনের শোভাযাত্রা এবং মহরমের মিছিল একই সঙ্গে, একই সময়ে, একই রাস্তা দিয়ে চলুক। কোনও সাম্প্রদায়িক সংঘর্ষ, বিভাজন হবে না। পশ্চিমবঙ্গের বহুত্ববাদকে বাঁচাতে হবে।’
বিজেপি- র ‘আদি-নব্য দ্বন্দ্ব’ নিয়েও আজ বার্তা দেন শমীক। তিনি বলেন, ‘দলের পুরোনোরা মনে রাখবেন, যদি নতুনরা না আসেন, পার্টি বাড়বে না। নতুনদের মনে রাখতে হবে পুরনো মানুষগুলো পরাজয় নিশ্চিত জেনেও দলের পতাকাটা ধরে রেখেছিলেন। প্রদীপ জ্বালিয়ে রেখেছিলেন। তাই দলে আদি-নব্য বলে কিছু নেই। মানুষের দরবারের থেকে বড় কিছু নেই।’













Comments