top of page

শারীরিক অবস্থার আরও অবনতি, এয়ারলিফ্ট করে এইমসে নিয়ে যাওয়া হল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে

ree


কলকাতা, ১৯ জুন, ২০২৫: শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তমলুকের বিজেপি সাংসদ, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দিল্লি নিয়ে যাওয়া হল। জটিল শারীরিক অবস্থা। আপাতত উন্নতির কোনও খবর নেই। কেন্দ্রের তরফ থেকে ঠিক করে দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে নিয়ে যাওয়া হল, সঙ্গে ছিল মেডিক্যাল টিম। হাসপাতাল থেকে এয়ারপোর্ট পর্যন্ত অ্যাম্বুল্যান্সেও ছিল মেডিক্যাল টিম। এইমসে ভর্তি করা হলে তিনি আরও উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন বলে মনে করছেন দলের কেন্দ্রীয় নেতৃত্ব।

অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসে আক্রান্ত অভিজিৎ। সেই সঙ্গে ‘গ্যাস্ট্রোইন্টেস্টিন্যাল সেপসিস’ও রয়েছে। গত শনিবার থেকেই তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। বিজেপি সূত্রে খবর, তাঁকে যে দিন হাসপাতালে ভর্তি করানো হয়েছিল, সে দিনই প্রধানমন্ত্রীর সচিবালয় (পিএমও) থেকে তাঁর আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। বলা হয়েছিল, যে কোনও প্রয়োজনে পিএমও পাশে থাকবে। কলকাতার হাসপাতালে অক্সিজেন সাপোর্টে ছিলেন। কলকাতা থেকে তাঁকে এয়ারলিফ্ট করে দিল্লিতে নিয়ে যাওয়া হল। হাসপাতালে যখন ভর্তি হন, তখন তাঁর বমিও হচ্ছিল। সাংসদের প্যানক্রিয়াটাইটিস অর্থাৎ অগ্ন্যাশয়ের প্রদাহ রয়েছে বলে মনে করেন চিকিৎসকেরা। চিকিৎসকরা জানাচ্ছেন, চারদিন পর‌ও বেসরকারি হাসপাতালের আইসিইউ’য়ে মাল্টি অর্গান সাপোর্ট সিস্টেমে রয়েছেন সাংসদ।

সোমবার গিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। মঙ্গলবার তাঁকে দেখতে হাসপাতালে যান রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা অর্জুন সিং, রাকেশ সিং। সেই সন্ধ্যাতেই যান দিলীপ ঘোষ। বিকেল ৪টে নাগাদ তাঁকে ওই হাসপাতাল থেকে বার করে অ্যাম্বুল্যান্সে তোলা হয়। গ্রিন করিডর করে অভিজিৎকে নিয়ে যাওয়া হয়েছে দমদম বিমানবন্দরে। বিজেপি সূত্রে খবর, বিকেল ৫টা ৩৫ মিনিটের একটি বিমানে দিল্লি নিয়ে যাওয়া হয়েছে অভিজিৎকে।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page