top of page

রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট পড়ল ৬৯.২৯ শতাংশ


ree


কলকাতা, ১৩ নভেম্বর, ২০২৪: রাজ্যের ৬ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল ৬৯.২৯ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে তালড্যাংরায় এবং সবচেয়ে কম ভোট পড়েছে নৈহাটিতে। উপনির্বাচন আপাতভাবে শান্তিপূর্ণ হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।

তবে মাদারিহাটের বিজেপি প্রার্থী রাহুল লোহারের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ। জানা গিয়েছে, মাদারিহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মুজনাই গ্রামে বিজেপি কর্মীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাহুল। সে সময়ই তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর গাড়ি আটকানো হয়। অভিযোগ, তখনই তাঁর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয়। এদিকে মাদারিহাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ভোটদানের পরে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অনেক উন্নয়ন হয়েছে। জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী।

ভোট শুরুর আগেই নৈহাটিতে ছড়াল উত্তেজনা। অভিযোগ, নৈহাটির মালঞ্চ উচ্চ বিদ্যালয়ে ৬৩ নম্বর বুথে বিজেপির এজেন্ট বসতে দেওয়া হয়নি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি এজেন্ট পাচ্ছে না বলে এই সমস্ত মিথ্যে নাটক করছে বলে পাল্টা দাবি রাজ্যের শাসক দলের।

ভাটপাড়ায় তৃণমূল বুথ সভাপতি অশোক সাউকে লক্ষ্য করে চলল গুলি। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে চার নম্বর বাসস্ট্যান্ডে। তাঁকে আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। পরে তাঁর মৃত্যু হয়।

হাড়োয়ায় তৃণমূল এজেন্টের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন বিজেপি প্রার্থী বিমল দাস। ঘটনাটি সদরপুর ২০০ নম্বর বুথের। শুধু বুথ নয়, বুথের বাইরেও উত্তেজনা ছড়ায়।

আগামী ২৩ নভেম্বর এই ছয় আসনের ভোটগণনা।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page