top of page

ভারতের ৩টি কাফ সিরাপ নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করল WHO

ree


১৫ অক্টোবর, ২০২৫: দেশ জুড়ে বিতর্ক চলছে শিশুদের কাশির সিরাপ নিয়ে। সম্প্রতি ‘বিষাক্ত’ কাফ সিরাপ ‘কোল্ডরিফ’ (Coldrif) খেয়ে মধ্যপ্রদেশে বহু শিশুর মৃত্যু হয়েছে। সেই ঘটনায় গোটা দেশে চাঞ্চল্য ছড়িয়েছে। রাজ্যে রাজ্যে চলছে তদন্ত। নির্দিষ্ট ওষুধ সংস্থার ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হয়েছে। সাসপেন্ড করা হয়েছে চিকিৎসককে। কেন্দ্র থেকে বিজ্ঞপ্তি জারি করে সব রাজ্যের চিকিৎসক ও অভিভাবকদের সতর্ক করে দেওয়া হয়েছে শিশুদের কাফ সিরাপ দেওয়ার বিষয়ে। ২ বছরের কম বয়সি বাচ্চাদের কাফ সিরাপ না-দেওয়ার কথা বলে দেওয়া হয়েছে সরাসরি।

এই আবহে ভারতের ৩ কাফ সিরাপ নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করল WHO। যে তিনটি ব্রান্ডের কাফ সিরাপ নিয়ে গোটা বিশ্বকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। সেগুলি হল কোল্ডরিফ (Coldrif), রেসপিফ্রেশ টিআর (Respifresh TR) এবং রিলাইফ (Relife)। এ নিয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, এই তিনটি ওষুধ খেলে বড় ধরণের অসুস্থতা হতে পারে। যার কারণে প্রাণও যেতে পারে। WHO-এর বিশ্বের সব দেশকে জানানো হয়েছে যে, যদি তাদের দেশে ওই ৩টি কাফ সিরাপ দেখা যায়, তাহলে দ্রুত তাদের জানাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, ওই ৩টি কাফ সিরাপ ২ বছরের নীচের কোনও শিশুকে দেওয়া উচিত নয়। সাধারণত পাঁচ বছরের নীচে বয়স, এমন কোনও শিশুকেও দেওয়ার কথা নয়।

এর পরেই কেন্দ্রীয় সরকার সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের কাছে নির্দেশিকা পাঠিয়েছে। শিশুদের জন্য কাফ সিরাপ প্রেসক্রাইব করার সময়ে অত্যন্ত সাবধান হওয়ার পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, ভারতের সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-র অনুসারে, মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুরা ওই বিষাক্ত ওষুধ খেয়েছে। ওই সিরাপ খেয়ে কমপক্ষে ২২ জন শিশু মারা গিয়েছে। পরীক্ষায় দেখা গেছে যে, কোনও কোনও কাশির সিরাপের স্যাম্পলে অনুমোদিত সীমার প্রায় ৫০০ গুণ বেশি ডাইইথিলিন গ্লাইকল (ডিইজি) ছিল । যদিও সিডিএসসিও জানিয়েছে, ভারত থেকে কোনও দূষিত ওষুধ রফতানি করা হয়নি। অবৈধ চালানের কোনও প্রমাণও নেই। এই ব্যাচের সিরাপগুলি মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হয়নি। তামিলনাড়ু কর্তৃপক্ষ নিষিদ্ধ কোল্ডরিফ সিরাপ উৎপাদনকারী স্রেসান ফার্মাসিউটিক্যালের উৎপাদন লাইসেন্স বাতিল করেছে । কোম্পানিটিকে বন্ধ করার নির্দেশ দিয়েছে।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page