পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আতপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে স্বাস্থ্য পরীক্ষা শিবির
- The Conveyor
- Jul 7
- 1 min read

পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সোমবার ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের আতপুর সাব ট্রাফিক গার্ডের তরফে চক্ষু পরীক্ষা শিবির-সহ স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। পুলিশ কর্মীদের পাশাপাশি গাড়ি চালকরাও এদিন স্বাস্থ্য শিবিরে এসে স্বাস্থ্য পরীক্ষা করান। এসিপি ট্রাফিক রাজশ্রী শঙ্কর বণিক বলেন, পথ নিরাপত্তা সপ্তাহের আজ শেষ দিন। পুলিশ কর্মী ছাড়াও আটো, টোটো চালক ভাইদের স্বস্থ্য পরীক্ষা করানো হয়।













Comments