দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হয়ে ইতিহাস গড়লেন দ্রৌপদী মুর্মু
- The Conveyor
- Oct 29
- 2 min read

২৯ অক্টোবর ২০২৫: ইতিহাস গড়লেন তিনি। দেশের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হলেন দ্রৌপদী মুর্মু। এর আগে ২০২৩ সালে ‘সুখোই ৩০ এমকেআই’ যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি। হরিয়ানার অম্বালার বায়ু সেনাঘাঁটি থেকেই ‘অপারেশন সিঁদুর’ শুরু হয়েছিলেন। বুধবার সেই বিমানঘাঁটিই পরিদর্শন করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেখানে তাঁকে ‘গার্ড অফ অনার’ দেওয়া হয়। এরপরেই তিনি ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমানে একটি সর্টি উড়ানে অংশ নেন। রাফালে যুদ্ধবিমান উড়িয়ে ইতিহাস তৈরি করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই বিশেষ অভিযানে বিমানঘাঁটিতে উপস্থিত ছিলেন বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এ.পি. সিং এবং অন্যান্য আধিকারিকরা। রাষ্ট্রপতির এই ঐতিহাসিক উড়ানকে ভারতীয় বিমানবাহিনীর জন্য গর্ব এবং দেশের মহিলাদের জন্য অনুপ্রেরণা হিসেবে দেখা হচ্ছে।
বুধবার ভারতীয় বায়ুসেনার স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিংহকে সঙ্গে নিয়েই যুদ্ধবিমান রাফালে সওয়ার হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। অপারেশন সিঁদুরের সময়ে পাকিস্তানে ইন্ডিয়ান এয়ারফোর্সের স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং বন্দি হয়েছিলেন — এরকম একটি খবর ছড়িয়ে পড়ে। পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে সেই খবর প্রকাশিত হয়। খবরটি সম্পূর্ণ ভুয়ো বলে সেই সময়েই জানিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় সেনাবাহিনীর তরফে। বুধবার পাঞ্জাবের আম্বালা এয়ারফোর্স বেস-এ গিয়ে স্কোয়াড্রন লিডার শিবাঙ্গী সিং-এর সঙ্গে দেখা করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। নিজের প্রোফাইলে সেই ছবি শেয়ারও করেছেন তিনি।
রাফাল যুদ্ধবিমান ভারতের সাম্প্রতিক সামরিক সাফল্যের প্রতীক হয়ে উঠেছে। এপ্রিলের পহেলগাঁও-এ জঙ্গি হামলার পর চালানো ‘অপারেশন সিঁদুর’-এ এই যুদ্ধবিমানের সক্রিয় ভূমিকা ছিল। রাফালের প্রথম মহিলা পাইলট শিবাঙ্গী। ৯৯৫ সালের ১৫ মার্চ উত্তরপ্রদেশের বারাণসীতে জন্মগ্রহণ করেন শিবাঙ্গী। ছোটবেলায় নয়াদিল্লির এয়ার ফোর্সের জাদুঘর পরিদর্শনের সময়েই বিমান চালানোর প্রতি আগ্রহ তৈরি হয় শিবাঙ্গীর। বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার পরে NCC-র এয়ার উইংয়ে যোগ দেন। পরবর্তীকালে ইন্ডিয়ান এয়ার ফোর্সে যোগ দেন। শিবাঙ্গীর সঙ্গেই এ দিন হাসিমুখে ছবি তোলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। উল্লেখ্য, তিনিই ভারতের প্রথম কোনও রাষ্ট্রপতি যিনি রাফালে চড়লেন। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন চিফ অফ এয়ার স্টাফ অমরপ্রীত সিং ও বায়ুসেনার উচ্চপদস্থ কর্তারাও।













Comments