জুটমিলের আবর্জনা ফেলে গঙ্গা ভরাটের অভিযোগ খতিয়ে দেখলেন কেন্দ্রীয় পরিবেশ দফতর-সহ কলকাতা পোর্ট ট্রাস্টের আধিকারিকরা
- The Conveyor
- Jul 14
- 1 min read

চলতি বছরের মে মাসে হালিশহর হুকুম চাঁদ জুটমিলের বিজেপি সমর্থিত 'জুট শ্রমিক ইউনিয়নে'র তরফে কেন্দ্রের পরিবেশ দপ্তর এবং জাহাজ মন্ত্রণালয়ের কাছে জুটমিলের আবর্জনা ফেলে গঙ্গা ভরাটের অভিযোগ জানান উক্ত ইউনিয়নের সাধারণ সম্পাদক ধীরাজ কুমার ঝাঁ। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার বেলায় লঞ্চে চেপে তদন্তে আসেন কেন্দ্রের পরিবেশ দপ্তর এবং জাহাজ মন্ত্রণালয়ের আধিকারিকরা।
তাঁরা পুরানো জেটিঘাটে নেমে মিলের বর্জ্য পদার্থ দিয়ে ভরাটের দৃশ্য পর্যবেক্ষণ করেন। যদিও তদন্তকারী আধিকাররা কিছুই জানাতে চাননি। জুট শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ধিরাজ কুমার ঝাঁ বলেন, হালিশহরে গঙ্গার তীরবর্তী হুকুমচাঁদ জুটমিলের অংশে আবর্জনা ফেলে গঙ্গা ভরাটের অভিযোগ তিনি জানিয়েছিলেন কেন্দ্রের পরিবেশ দপ্তর এবং জাহাজ মন্ত্রণালয়ে।
অভিযোগপত্রে তিনি উল্লেখ করেছিলেন হুকুমচাঁদ জুট মিলের বর্জ্য পদার্থ-সহ কেমিক্যাল গঙ্গায় ফেলা হচ্ছে। ফলে গঙ্গা দূষণ হচ্ছে। গঙ্গায় স্নান করতে আসা মানুষজন চর্মরোগের শিকার হচ্ছেন। পাশাপাশি গঙ্গার পাড়ে আবর্জনা ফেলায় গঙ্গাও ভরাট করা হচ্ছে। সেই অভিযোগের ভিত্তিতে এদিন কেন্দ্রের পরিবেশ দপ্তর এবং জাহাজ মন্ত্রণালয়ের আধিকারিকরা তদন্তে এসেছিলেন। ওনারা যথাযথ পদক্ষেপ নেবার আশ্বাস দিয়েছেন।













Comments