top of page

চার বছর পর নতুন অধ্যায়, কাবুলে ফের ভারতীয় দূতাবাস

ree


১০ অক্টোবর, ২০২৫: কাবুলে ফের ভারতীয় দূতাবাস তৈরির ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী। প্রায় চার বছর পর আফগানিস্তানের সঙ্গে নতুন অধ্যায়ে পা রাখতে চলেছে ভারত। তালিবান সরকারের ক্ষমতা গ্রহণের প্রায় চার বছর পর এই ঘোষণা ঘিরে কূটনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনার ঝড়।

গত চার বছরে তালিবান সরকার তাদের দেশে সব জঙ্গিগোষ্ঠীকে নির্মূল করেছে। দাবি আফগানিস্তানের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির। তিনি আরও বলছেন, আফগানিস্তানের মাটিতে কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠীর জায়গা নেই। ২০২১ সালের আগে যে চিত্র ছিল, তা পাল্টেছে। ছ’দিনের ভারত সফরে শুক্রবারই নয়াদিল্লিতে পা রেখেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী। তার পরেই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। তার পরে এক সাংবাদিক বৈঠকে লশকর-এ-ত্যায়বা, জইশ-ই-মহম্মদের মতো জঙ্গিগোষ্ঠীকে আফগানিস্তান থেকে বিতাড়নের প্রসঙ্গ তোলেন মুত্তাকি।

সন্ত্রাসবাদ দমন নিয়ে কোনও দেশের নাম করেননি মুত্তাকি। তবে অনেকের মতেই আফগানিস্তানের বিদেশমন্ত্রীর নিশানায় রয়েছে পাকিস্তান। শুক্রবার পাক সেনার আন্তঃবাহিনী জনসংযোগ দফতর (আইএসপিআর)-এর তরফে আফগানিস্তান সীমান্তে অভিযান চালিয়ে ৩০ জন টিটিপি বিদ্রোহীকে হত্যা করার দাবি করেছে। জয়শঙ্করের পাশে বসে সেই হামলার প্রসঙ্গ তুলেছেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী। উল্লেখ্য, শুক্রবার সকালে নয়া দিল্লিতে তালিবান সরকারের বিদেশমন্ত্রী ও তাঁর সফর সঙ্গীদের সঙ্গে সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠককে বসেন এস জয়শঙ্কর। বৈঠকে দুই দেশের সম্পর্কের অগ্রগতি, আফগানিস্তানের স্থিতিশীলতা ও উন্নয়নে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

আমির খান মুত্তাকি ও তাঁর প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বিদেশমন্ত্রী বলেন, 'এই সফর ভারত-আফগানিস্তান বন্ধুত্বের অটুট বন্ধনকে আরও গভীর করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আফগানিস্তানের জনগণের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতে গভীর আগ্রহ রয়েছে। আমরা চাই আফগানিস্তান একটি শান্তিপূর্ণ, স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ হিসেবে বিকশিত হোক।' একই সঙ্গে কাবুলে ফের ভারতীয় দূতাবাস তৈরির ঘোষণা করেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।

অন্যদিকে, আফগান বিদেশমন্ত্রী ভারতের ধারাবাহিক সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, 'ভারত সব সময় আমাদের জনগণের পাশে থেকেছে-মানবিক সহায়তা, শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে ভারতের অবদান অপরিসীম।' তিনি দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদারের ইচ্ছা প্রকাশ করেন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য যৌথ প্রচেষ্টার ওপর জোর দেন।

জানা গিয়েছে, এই সফরকালে মুত্তাকি আগ্রার তাজমহল এবং উত্তরপ্রদেশের ঐতিহ্যবাহী ইসলামিক শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ পরিদর্শন করবেন।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page