চিংড়িঘাটার মেট্রোর থমকে থাকা কাজ সংক্রান্ত জট কাটাতে সবাইকে একসঙ্গে বসার পরামর্শ হাইকোর্টের
- The Conveyor
- Sep 3
- 1 min read

কলকাতা, ৩ সেপ্টেম্বর, ২০২৫: চিংড়িঘাটার কাছে প্রায় ৩৬৬ মিটার মেট্রোর কাজ আটকে রয়েছে। সেই সংক্রান্ত জট কাটাতে রাজ্য সরকার, পুলিশ, কলকাতা নগরোন্নয়ন পর্ষদ (কেএমডিএ), মেট্রো রেল এবং নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-কে বৈঠকে বসার জন্য বলল উচ্চ আদালত। গৌর কিশোর ঘোষ এবং বেলেঘাটা মেট্রো স্টেশনের মধ্যে মেট্রোরেলের কাজের বাধা কাটাতে সব পক্ষকে বৈঠকে বসার পরামর্শ দেওয়া হল হাইকোর্টের তরফে।
এই ঘটনায় আরভিএনএল সওয়াল করে জানায়, মাত্র ৩৬৬ মিটার জায়গায় কাজের সমস্যা হচ্ছে। কমিশনার অফ পুলিশ ও রাজ্য সরকার এনওসি দিচ্ছে না। এই প্রসঙ্গে রাজ্যের বক্তব্য, ঐ এলাকায় আগে আণ্ডার পাস করতে হবে তারপর তারা এনওসি দেবে। কিন্তু গৌর কিশোর ঘোষ স্টেশন চালু না হলে ঐ আন্ডারপাস তৈরি করা সম্ভব নয় বলে আরভিএনএল জানিয়েছে। রাজ্যের আইনজীবীর বক্তব্য, ২০২২ সাল থেকে আরভিএনএল বলে আসছে তারা তিনটি লুপ আন্ডারপাস বানাবে। কিন্তু তারা কোনও পদক্ষেপ করেনি।
চিংড়িঘাটায় মেট্রো প্রকল্পের ওই কাজ নিয়ে হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। বুধবার হাই কোর্টের বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র বেঞ্চে ওই মামলাটি শুনানির জন্য ওঠে। আরভিএনএল-এর তরফে আদালতে জানানো হয়, সপ্তাহান্তে তিন দিন সন্ধ্যা থেকে রাতের দিকে ১২ ঘণ্টা করে কাজ করার সময় দিতে হবে। তিন দিন ১২ ঘণ্টা করে সময় পাওয়া গেলে প্রকল্পের কাজ শেষ হয়ে যাবে। বৈঠক কবে হবে, তা আগামিকাল (বৃহস্পতিবার) জানাতে হবে আদালতে। দুই পক্ষের বক্তব্য শুনে আদালত নির্দেশ দিয়েছে, ‘আপনারা সবাই বসুন। এটা জনস্বার্থের বিষয়। আপনারা চা চক্রে বসুন, সমস্যার সমাধান করুন। কবে বসতে পারবেন আগামিকাল বেলা ২টোর সময় জানান।’ প্রসঙ্গত চিংড়িঘাটায় থমকে থাকা মেট্রোর কাজটি, কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন (সল্টলেক সেক্টর ফাইভ-নিউ গড়িয়া)-এর অংশ।













Comments