top of page

এসআইআর প্রস্তুতির কাজ আগামী সাত দিনে শেষ করার নির্দেশ কমিশনের

ree


কলকাতা, ৮ অক্টোবর, ২০২৫: বুধবারের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশন রাজ্যের জেলাশাসকদের জানিয়ে দিল সাত দিনের মধ্যে সেরে ফেলতে হবে বিশেষ নিবিড় সমীক্ষা (এসআইআর)-সহ যাবতীয় নির্বাচনী প্রস্তুতি। স্পেশ্যাল ইন্টেন্সিভ রিভিশন প্রস্তুতি সংক্রান্ত যাবতীয় কাজ ১১ থেকে ১৫ অক্টোবরের মধ্যে শেষ করে রাখতে হবে। কোন জেলায় এখনও পর্যন্ত কাজ কতটা এগিয়েছে, সরেজমিনে দেখা হল তা-ও।

নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার রাতেই কলকাতায় পৌঁছে গিয়েছে নির্বাচন কমিশনের দল। দলে রয়েছেন উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, কমিশনের তথ্যপ্রযুক্তি শাখার ডিরেক্টর জেনারেল সীমা খন্না, কমিশনের সচিব এসবি যোশী এবং উপ-সচিব অভিনব আগরওয়াল। বুধবার সকালে সব জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার (ডিইও) তথা জেলাশাসকের সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে বৈঠক করেন জ্ঞানেশ। সূত্রের খবর, এখনও পর্যন্ত এ বিষয়ে কোন জেলা কত দূর প্রস্তুতি নিয়েছে, তা বৈঠকে প্রতিটি জেলা ধরে ধরে আলোচনা করা হয়েছে। শুধু তা-ই নয়, প্রতিটি জেলাকে সময় বেঁধে দেওয়া হয়েছে যে আগামী এক সপ্তাহের মধ্যেই প্রস্তুতি সংক্রান্ত বেশিরভাগ কাজ শেষ করে ফেলতে হবে। অর্থাৎ, এসআইআর-এর যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে আগামী ১৫ তারিখের মধ্যে। যদিও উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতির কারণে বুধবারের বৈঠকে উত্তরের বেশির ভাগ জেলার ডিইও-রা উপস্থিত ছিলেন না তবে এদিনের বৈঠকে আলিপুরদুয়ার জেলা অংশ নেয় বলেই কমিশন সূত্রে খবর।

জ্ঞানেশ নির্দেশ দিয়েছেন, এসআইআরের বিজ্ঞপ্তি প্রকাশের চার-পাঁচ দিনের মধ্যে জেলাভিত্তিক এনুমারেশন ফর্ম ছাপানোর অন্তত ৩০ শতাংশ কাজ সেরে ফেলতে হবে। প্রতিটি জেলায় আলাদা আলাদা করে ফর্ম ছাপাতে হবে। নিজ নিজ জেলায় ছাপানোর পরিকাঠামো রয়েছে কি না, জেলাশাসকদের কাছে সে সংক্রান্ত তথ্যও জানতে চেয়েছেন তিনি। দিল্লি থেকে প্রত্যেক ভোটার-ফর্মের সফ্‌ট কপি আলাদা আলাদা করে ইআরও-কে পাঠানো হবে। সেগুলি পোর্টালে আপলোডের পর ছাপানো হবে। ছাপানোর পর সেই ফর্ম দেওয়া হবে বুথ লেভেল আধিকারিক বা বিএলও-দের হাতে। সব শেষে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করবেন বিএলও-রা। পোস্টাল ব্যালটের ক্ষেত্রে গণনা লাইভ স্ট্রিমিং করতে হবে।

উত্তরবঙ্গের জন্য চলতি মাসের শেষে আলাদা করে বৈঠক ডাকতে পারে কমিশন।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page