আগামী জনগণনায় আনুমানিক ১৩ হাজার কোটি টাকা খরচ হবে
- The Conveyor
- Jun 16
- 1 min read

১৬ জুন, ২০২৫: আনুমানিক ১৩ হাজার কোটি টাকা খরচ হবে আগামী জনগণনায়। সরকারি সূত্র উদ্ধৃত করে শুক্রবার এ কথা জানানো হয়েছে। সূত্রে জানা গিয়েছে, এ বারের আদমসুমারিতে প্রায় ৩৪ লক্ষ গণনাকারী ও তত্ত্বাবধায়ক এবং প্রায় ১ লক্ষ ৩০ হাজার জনগণনা আধিকারিক নিযুক্ত থাকবেন।
২০১১ সালে ভারতে শেষ জনগণনা হয়েছিল। ভারতে বর্তমানে জনসংখ্যা আনুমানিক ১৪০ কোটি। সেই হিসেবে জনপিছু গুনতির কাজে সরকারের ব্যয় হবে ৯০ টাকারও বেশি! সোমবার ভারতের রেজিস্ট্রার জেনারেল এবং জনশুমারি কমিশনার (আরজিসিসিআই) মৃত্যুঞ্জয়কুমার নারায়ণের তরফে আনুষ্ঠানিক ভাবে জনগণনা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর আবার জনগণনা হচ্ছে দেশে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৭ সালের ১ মার্চ থেকে দেশ জুড়ে জনগণনার প্রক্রিয়া শুরু হবে। তবে ওই সময় হিমালয় ঘেরা কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ, জম্মু ও কাশ্মীর এবং দুই রাজ্য হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ এলাকা তুষারাবৃত থাকে। তাই ওই এলাকাগুলিতে ২০২৬-এর অক্টোবর থেকেই শুরু হবে জনগণনার কাজ। সরকারের তরফে আগেই জানানো হয়েছিল, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালে জনগণনা হয়নি। প্রশ্নোত্তরের ভিত্তিতে জাত এবং জনগোষ্ঠী সম্পর্কিত বিভিন্ন তথ্যও এ বারের জনগণনা পর্বে সংগ্রহ করা হবে বলে জানা গিয়েছে। ২০২৮ সালে এ সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আসতে পারে।

তবে ২০১৯ সালে সংশোধিত নাগরিকত্ব আইন পাশের পর দেশ জুড়ে তৈরি হওয়া উত্তেজনার আবহে সে সময় নরেন্দ্র মোদী সরকার আদমসুমারির প্রক্রিয়া শুরুর তৎপরতা দেখায়নি বলে অভিযোগ। পাঁচ বছর ধরে জনগণনা প্রক্রিয়া থমকে থাকার পর অবশেষে শুরু হতে চলেছে প্রক্রিয়া। এটিই হবে মোদী জমানার প্রথম জনগণনা। বর্তমানে দেশের জনগণনা কমিশনার পদে রয়েছেন মৃত্যুঞ্জয়কুমার নারায়ণ।













Comments