আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিটল ম্যাগাজিন মেলা এবং যৌনকর্মীদের সাংস্কৃতিক কর্মকান্ডকে সন্মাননা
২৪ ফেব্রুয়ারী ২০২৪: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মেট্রো স্টেশন এর গেট নম্বর ১ এর সামনে প্রথমবার একটি সাংস্কৃতিক কর্মসূচী ও লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করলো সামাজিক সংগঠন We are the Common People।
এই কর্মসূচীতে সম্মাননা জানানো হলো পাঁচ জন যৌনকর্মী বোন (পঞ্চকন্যা) কে যারা নিজেদের পেশার সাথে সাথে শত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে সাহিত্য চৰ্চা চালিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "কথাকাব্য"র সম্পাদিকা সপ্তদ্বীপা অধিকারী, সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তী, কবি পিনাকী রায়, কবি চিত্রা লাহিড়ী, কবি সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জী, সাংবাদিক অপূর্ব দাস, সাংবাদিক সুমন ভট্টাচার্য, সাংবাদিক আশীষ বসাক, লেখক অম্লানকুসুম ঘোষ, শিক্ষাবিদ পদ্মশ্ৰী কাজীমাসুম আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন সেরাম গ্রুপের কর্ণধার সঞ্জীব আচার্য, শিল্পপতি দীনেশ খেমকা এবং সন্দীপন বিশ্বাস। অনুষ্ঠানের সূচনা করেন কবি অদিতি বসু রায়।
সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিসর্জন, গোধূলি লগ্ন, টিএস ক্রিয়েশন, বে রঙিন কলম, প্রতিদ্বন্দ্বী ফেসবুকপেজ এবং অনুরণন সাংস্কৃতিক দলের সদস্যরা।
Comentários