top of page

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লিটল ম্যাগাজিন মেলা এবং যৌনকর্মীদের সাংস্কৃতিক কর্মকান্ডকে সন্মাননা


ree


২৪ ফেব্রুয়ারী ২০২৪: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ের মেট্রো স্টেশন এর গেট নম্বর ১ এর সামনে প্রথমবার একটি সাংস্কৃতিক কর্মসূচী ও লিটল ম্যাগাজিন মেলার আয়োজন করলো সামাজিক সংগঠন We are the Common People।



ree


এই কর্মসূচীতে সম্মাননা জানানো হলো পাঁচ জন যৌনকর্মী বোন (পঞ্চকন্যা) কে যারা নিজেদের পেশার সাথে সাথে শত প্রতিকূলতাকে অগ্রাহ্য করে সাহিত্য চৰ্চা চালিয়ে যাচ্ছেন।



ree


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "কথাকাব্য"র সম্পাদিকা সপ্তদ্বীপা অধিকারী, সাহিত্যিক ঋজুরেখ চক্রবর্তী, কবি পিনাকী রায়, কবি চিত্রা লাহিড়ী, কবি সুদীপ্তা রায় চৌধুরী মুখার্জী, সাংবাদিক অপূর্ব দাস, সাংবাদিক সুমন ভট্টাচার্য, সাংবাদিক আশীষ বসাক, লেখক অম্লানকুসুম ঘোষ, শিক্ষাবিদ পদ্মশ্ৰী কাজীমাসুম আখতার। এছাড়াও উপস্থিত ছিলেন সেরাম গ্রুপের কর্ণধার সঞ্জীব আচার্য, শিল্পপতি দীনেশ খেমকা এবং সন্দীপন বিশ্বাস। অনুষ্ঠানের সূচনা করেন কবি অদিতি বসু রায়।



ree


সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে বিসর্জন, গোধূলি লগ্ন, টিএস ক্রিয়েশন, বে রঙিন কলম, প্রতিদ্বন্দ্বী ফেসবুকপেজ এবং অনুরণন সাংস্কৃতিক দলের সদস্যরা।

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page