top of page

হেমন্ত সোরেনকে জামিন দিল ঝাড়খন্ড হাইকোর্ট


২৮ জুন, ২০২৪: জামিন পেলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। শুক্রবার তাঁর জামিন মঞ্জুর করল ঝাড়খণ্ড হাই কোর্ট। জমি দুর্নীতি মামলায় জামিন পেলেন তিনি। গত জানুয়ারিতে গ্রেফতারির পর শুক্রবার তাঁকে জামিন দিল ঝাড়খণ্ড হাইকোর্ট।

গত ৩১ জানুয়ারি ED-র হাতে গ্রেফতার হয়েছিলেন হেমন্ত সোরেন। সেদিনই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন তিনি। জমি দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তাঁকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। এরপরেই তাঁকে গ্রেফতার করা হয়। হেমন্ত-সহ পাঁচজনের বিরুদ্ধে ৩০ মার্চ চার্জশিট দাখিল করেছিল ইডি। ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতা অন্তু তিরকে-সহ ১০ জনের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করে ইডি।

উল্লেখ্য, আর্থিক তছরুপ মামলায় ন'বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছিল ED। কিন্তু, তিনি একবারও হাজিরা দেননি। দশম বার তলবের পরও হেমন্ত সোরেনের তরফে কোনও জবাব না মেলায় শেষ পর্যন্ত তাঁর দিল্লির বাসভবনে হাজির হয় ED। সেখানে ম্যারাথন তল্লাশি চালিয়ে ৩৬ লাখ টাকা নগদ এবং দু'টি BMW গাড়ি বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় এজেন্সি। প্রসঙ্গত, ৬০০ কোটি টাকার জমি দুর্নীতির অভিযোগ হেমন্ত সোরেনের বিরুদ্ধে।

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page