top of page

সিলিকোসিস রোগে আক্রান্ত শ্রমিকদের রোগ নির্ণয়, চিকিৎসা এবং ক্ষতিপূরণের দাবি নিয়ে অবস্থান সমাবেশ


কলকাতা, ২৫ মে: সিলিকোসিস। শব্দটি নতুন হলেও এই রোগটি কিন্তু নহু পুরোনো। এটি এমন একটি রোগ, যার ফলে মানুষের ফুসফুস স্তব্ধ হয়ে যায়। শ্বাস-প্রশ্বাস নেবার ক্ষমতা হারিয়ে ফেলে মানুষ। বিভিন্ন পাথর গুঁড়ো করেই পাথরকে আকার দিয়ে উন্নত হয়েছে মানুষ। এই পাথরের গুঁড়ো করার কারখানায় কাজ করতে গিয়ে বহু মানুষ এই রোগের শিকার হচ্ছেন। এই সমস্যা শুধুমাত্র আমাদের দেশেই নয়, সারা বিশ্ব জুড়ে ভাবাচ্ছে চিকিৎসকদের। স্টোন ক্রাশার ফ্যাক্টরি ছাড়াও স্টিল ইন্ডাস্ট্রির জন্য অপরিহার্য রামিং মাস কারখানায় কর্মরত শ্রমিকেরা অভাবের তাড়নায় এই কাজ করে ডেকে আনছেন মৃত্যু।

কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই রোগ সঠিকভাবে নির্ণয় অব্দি করা হয়না। দেশের অন্যান্য কিছু রাজ্যে সিলিকোসিস রোগীদের জন্য অনেক ব্যবস্থা থাকলেও আমাদের রাজ্যে এই ধরনের পেশাগত রোগীদের যথাযথ রোগ নির্ণয়, চিকিৎসা, ক্ষতিপূরণ হয়না। ফলে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা। তাদের এই বঞ্চনার প্রতিবাদে পেশাগত রোগীদের সঠিক রোগ নির্ণয়, চিকিৎসা এবং ক্ষতিপূরণের দাবি নিয়ে রাজ্যের বেশ কিছু শ্রমিক সংগঠন একত্রিত হয়ে ২৪ মে ধর্মতলার ওয়াই চ্যানেলে একটি সমাবেশ করে। পরে তাঁরা শ্রমমন্ত্রীকে এ বিষয়ে ডেপুটেশনও দেন।



 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page