top of page
Writer's pictureThe Conveyor

সোনাগাছি সহ যৌনপল্লীগুলিতে দুর্বারের একযুগ

কলকাতা, ১৫ জুলাই: ২৮ বছরে পদার্পন করলো কলকাতায় সবচেয়ে বড় নিষিদ্ধ পল্লী সোনাগাছিতে প্রতিষ্ঠিত দুর্বার। ভারতের যৌনকর্মীদের সাথে, নারী অধিকার, যৌনকর্মীদের অধিকার সমর্থন, মানব পাচার বিরোধী এবং এইচআইভি / এইডস প্রতিরোধ নিয়ে কাজ করছে এই সংগঠন। রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্তে যৌনকর্মীদের অধিকার নিয়ে লড়াই করছে দুর্বার সমন্বয় কমিটি।

সোনাগাছিতে উদযাপিত হলো দুর্বার এর বর্ষপূর্তি। উপস্থিত ছিলেন বিভিন্ন গণসংগঠনের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে We are The Common People এর সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত দুর্বারের আন্দোলনের ইতিহাসের প্রসঙ্গ তুলে ধরে যৌনকর্মী আন্দোলনে সামাজিক সংগঠন গুলির পাশে থাকার অঙ্গীকারের কথা তুলে ধরেন।

সোনাগাছি থেকে শুরু করে অন্যান্য শাখাতেও বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে দুর্বার তাদের ২৮ বছরের বর্ষপূর্তি পালন করছে।


Edited By

Swarnali Goswami

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page