top of page

সুকন্যা মন্ডল এবং মণীশ কোঠারির জেল হেফাজতের মেয়াদ ১২ জুলাই পর্যন্ত বাড়ল


১২ মে: সুকন্যার জামিনের আবেদন খারিজ হল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে। অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল ও তাঁদের হিসাবরক্ষক মণীশ কোঠারির জেল হেফাজতের মেয়াদ ১২ জুলাই পর্যন্ত বাড়াল রউজ অ্যাভিনিউ আদালত।

যদিও গরুপাচারে তিনি কোনও ভাবেই যুক্ত নন বলে আগাগোড়া দাবি করে আসছেন সুকন্যা। গত ২৬ এপ্রিল সন্ধ্যায় দিল্লিতে ইডির সদর দফতরে গ্রেফতার হন সুকন্যা মণ্ডল। এর পর তাঁকে ৩ দিনের জন্য হেফাজতে নেয় ইডি। তদন্তকারীদের দাবি, জেরায় সুকন্যা সহযোগিতা করছেন না। প্রশ্ন করলেই জবাব দিচ্ছিলেন, বাবা জানে। শুক্রবার সুকন্যাকে ২ মাসের জন্য জেলে পাঠাল আদালত। তাঁকে ১২ জুলাই পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠাল আদালত। তবে ২৬ মে সুকন্যার আরও একটি জামিনের আবেদনের শুনানি হতে পারে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে।

 
 
 

Komentarze

Oceniono na 0 z 5 gwiazdek.
Nie ma jeszcze ocen

Oceń

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page