শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে চলবে সব লোকাল ট্রেন
কলকাতা, ২২ ফেব্রুয়ারিঃ বৃহস্পতিবার থেকে শুরু মাধ্যমিক পরীক্ষা। তাই পূর্ব রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শিয়ালদহ ডিভিশনের বিভিন্ন শাখায় সমস্ত ট্রেন চালানো হবে৷ একই সঙ্গে আগামী কয়েকদিন চলবে না গ্যালপিং ট্রেন। একই ভাবে হাওড়া ডিভিশনেও সব ট্রেন চলাচল করবে৷ ট্রেন যাতে যথাযথ সময়ে চলাচল করে সেই বিষয়ে নজর রাখা হবে বলে জানিয়েছেন পূর্ব রেল কর্তৃপক্ষ। আগামী কয়েকদিন বন্ধ রাখা হচ্ছে যে কোনও ব্লকের কাজ৷
Comments