ফের শিশু মৃত্যু শহরের হাসপাতালে
- The Conveyor
- Feb 28, 2023
- 1 min read

কলকাতা, ২৮ ফেব্রুয়ারিঃ মঙ্গলবার সকালে অ্যাডিনোভাইরাসে আরও তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেল। দু'জন কলকাতা মেডিক্যাল কলেজের মাদার অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি ছিল। অপরজন ভর্তি ছিল বিসি রায় শিশু হাসপাতালে। এই নিয়ে গত তিনদিনে ১০ জন শিশুর মৃত্যু হয়েছে কলকাতায়। চিন্তার ভাঁজ স্বাস্থ্য দফতরে।
অ্যাডিনোভাইরাস আতঙ্কের মধ্যেই বেড সংকটও চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকারি ও বেসরকারি হাসপাতালে। প্রায় সব হাসপাতালেই ভর্তি পেডিয়াট্রিক ICU। জ্বর শ্বাসকষ্টের সমস্যায় বহু শিশু হাসপাতালে আসছে। মৃত্যুও হচ্ছে শিশুদের। গতকাল এই নিয়ে বৈঠক ছিল স্বাস্থ্য ভবনে। বৈঠকে সিদ্ধান্ত হয়, করোনার মত এবারও রাজ্য জুড়ে চিকিৎসকের পাশাপাশি যত স্বাস্থ্যকর্মী রয়েছেন সকলকেই অ্যাডিনোভাইরাস মোকাবিলার জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপশি ম্যান পাওয়ার থেকে ভেন্টিলেটর সব প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে।
এছাড়াও পাঁচ বছরের উর্দ্ধের সকল শিশুদের ক্ষেত্রে মাস্ক ব্যবহারের কথাও বলা হচ্ছে।
Comentarios