top of page

ঘাতক জাহাজের ভারতীয় নাবিকদেরই হিরোর মর্যাদা দিলেন মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরি




২৭ মার্চ, ২০২৪: আমেরিকার বাল্টিমোরে যে জাহাজের ধাক্কায় প্রায় তিন কিলোমিটার লম্বা ফ্রান্সিস কট কি ব্রিজটি ভেঙে পড়েছে সেটির পরিচালনার দায়িত্বে থাকা ভারতীয় নাবিকদের দলকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে বাল্টিমোরের স্থানীয় প্রশাসনের কর্তারা। তাঁদের মতে সঠিক সময়ে যান্ত্রিক গোলযোগ দেখা গিয়েছে বলে আগেই সতর্কবার্তা দেন পণ্যবাহী জাহাজটির দায়িত্বে থাকা ভারতীয় নাবিকরা। জাহাজ যে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুতে ধাক্কা মারতে পারে,সেই আশঙ্কার কথাও বলা হয়েছিল ওই সতর্কবার্তায়। এই সতর্কবার্তা পেয়েই পুলিশের পক্ষ থেকে ওই সেতুতে যাওয়ার রাস্তা দু দিক থেকে বন্ধ করে দেওয়া হয়৷ তা না হলে আরও ক্ষয়ক্ষতি আরও বড় আকার নিতে পারত৷

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার রাত দেড়টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে| পণ্যবাহী জাহাজের ধাক্কায় হুড়মুড়িয়ে পাতাপস্কো নদীতে ভেঙে পড়ে আস্ত সেতু৷ দুর্ঘটনার সময় ওই সেতুতে অন্তত কুড়িজন নির্মাণকর্মী ছিলেন। ছিল কয়েকটি গাড়ি। জাহাজটি সেতুতে ধাক্কা মারার কিছু আগেই জাহাজের সমস্ত বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সংঘর্ষের অভিঘাতে সম্ভবত জাহাজটিতে আগুনও ধরে যায়৷ ডালি নামে ওই জাহাজটি সিঙ্গারপুরের৷ সেটি বাল্টিমোর থেকে শ্রীলংকায় যাচ্ছেল। জাহাজটির দুই চালককেই আটক করেছে স্থানীয় প্রশাসন৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৬ জন নিখোঁজ বলে জানা গিয়েছে৷

মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরি জানিয়েছেন, জাহাজের কর্মীদের বুদ্ধিমত্তার কারণেই বহু প্রাণহানি আটকে দেওয়া সম্ভব হয়েছে৷ তিনি বলেন, জাহাজের দায়িত্বে থাকা নাবিক এবং কর্মীরাই প্রকৃত নায়ক৷ তাঁরা অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন৷ সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, নদী থেকে দু জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে৷ জাহাজের নাবিক এবং কর্মীরা প্রত্যেকেই নিরাপদে আছেন।


 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

প্রতিদিনের খবর এবং বিভিন্ন ফিচার ভিত্তিক লেখা, যেখানে খবরের সত্যতা তথা লেখনীর উৎকৃষ্টতা প্রাধান্য পায়। ফিচার ছাড়াও যে কোনও রকম লেখনী শুধুমাত্র উৎকৃষ্টতার নিরিখে গুরুত্ব পাবে এই সাইটে

Thanks for subscribing!

  • Whatsapp
  • Youtube
  • Instagram
  • Facebook
  • Twitter

The Conveyor

bottom of page