কলকাতাতেও শুরু হয়ে গেল গঙ্গা আরতি, শীতে সন্ধ্যে ৬-৭ ও গ্রীষ্মে ৭-৮ হবে আরতি
কলকাতা, ৩মার্চ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সূচনা হল গঙ্গা আরতির। মুখ্যমন্ত্রীর পছন্দমতো বাজা কদমতলাঘাটে মন্দির-সহ আরতি ও আলোর ব্যবস্থা করে কলকাতা পুরসভা। ১১ টি আরতির জায়গা এলইডি আলোর মাধ্যমে সাজিয়ে তোলা হয়।
মেয়র ফিরহাদ হাকিম শুক্রবার জানালেন, শীতকালে সন্ধে ছ’টা থেকে সাতটা এবং গ্রীষ্মকালে সন্ধে সাতটা থেকে আটটা পর্যন্ত প্রতিদিন গঙ্গা আরতি হবে। ভবিষ্যতে জলপথে নৌকায় বা লঞ্চে ভেসে আরতি দেখার ব্যবস্থা করা হবে বলেও জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তবে দুর্গাপুজো কিংবা ছট পুজোর সময় ওই কটা দিন বাজাকদমতলা ঘাটে বন্ধ থাকবে গঙ্গা আরতি।
Comments