top of page
Writer's pictureThe Conveyor

কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপনে We are The Common People


রাজ্যজুড়ে পালিত হলো ১৬২ তম রবীন্দ্র জন্মজয়ন্তী। আপামর বাঙালির কাছে এই দিনটা অত্যন্ত গর্বের, বিশেষ একটি দিন। আর বিশেষ এই দিনে জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে গিয়ে কবিগুরুকে শ্রদ্ধাজ্ঞাপন করলো We are The Common People এর ছাত্র যুব প্রতিনিধি দল।


প্রতিনিধি দলের তরফ থেকে শুভজিৎ দত্তগুপ্ত জানান ‘রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর জীবনকে দেখেছেন অত্যন্ত গভীরভাবে যা তার লেখা কবিতা, গান, ছোটগল্প, প্রবন্ধে ফুটে উঠেছে। তাঁর গান, কবিতা, ছোটগল্প, প্রবন্ধ, উপন্যাস আমাদের প্রেরণার উৎস। যখন চারপাশে শুধুই অন্ধকার দেখি আমরা তখন পথের দিশারি হয়ে ওঠেন রবীন্দ্রনাথ।


রবীন্দ্রনাথ কেবলই কবি বা শিল্পীই ছিলেন না তিনি ছিলেন সমাজ সচেতন একজন মানুষ, প্রকৃত দেশপ্রেমিক। রবীন্দ্রনাথ ঠাকুরের মানবকল্যাণ এবং জনগণের উন্নয়ন এর যে দর্শন ছিল তা অনুসরণ করে কাজ করে যাচ্ছে We are The Common People।’


Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating

Top Stories

bottom of page