আগামী মাসের শুরুতে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের উদ্বোধন হতে পারে
- The Conveyor
- Apr 27, 2023
- 1 min read

কলকাতা, ২৭ এপ্রিল: কলকাতায় চালু হতে চলেছে আরও একটি মেট্রো লাইন। সূত্রের খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী মাসের শুরুতে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো করিডরের নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত অংশের উদ্বোধন হতে পারে। বহু প্রতীক্ষিত এই মেট্রো করিডরের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
প্রাথমিকভাবে নিউ গড়িয়া থেকে রুবি ৫.৪ কিলোমিটার অংশের বাণিজ্যিক পরিষেবা শুরু হবে। ওই অংশে পরিষেবা শুরুর জন্য মাসদুয়েক আগেই কমিশনার অফ রেলওয়ে সেফটির ছাড়পত্র পেয়ে গিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, বাংলা নতুন বছরের প্রথম দিনেই উদ্বোধন হওয়ার কথা ছিল এই মেট্রো লাইনের। তা সম্ভব না হলেও নতুন বছরের প্রথম মাসের মধ্যে যাতে মেট্রো উদ্বোধন করা যায়, তার চেষ্টা চলছে এমনই সূত্রের খবর।
コメント