WPL খেলার টিকিট শুরু ১০০ টাকা থেকে
কলকাতা, ১মাৰ্চ: উইমেন্স প্রিমিয়র লিগের উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন, জানিয়ে দিল বিসিসিআই। টিকিট নিয়েও আপডেট দেওয়া হল। ৪ মার্চ ডিওয়াই পাতিল স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন কিয়ারা আডবানি ও কৃতি শ্যানন। পারফর্ম করবেন এপি ধিলনও। উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে ৫টা ৩০ মিনিট থেকে। তবে স্টেডিয়ামের গেট খুলে যাবে বিকাল ৪টের সময়।
জিও সিনেমা অ্যাপে বিনামূল্যে দেখা যাবে উইমেন্স প্রিমিয়র লিগের খেলা। ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে স্পোর্টস-১৮ নেটওয়ার্কে। ডব্লিউপিএলের সব ম্যাচগুলি খেলা হবে মুম্বইয়ের ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল, এই ২টি স্টেডিয়ামে। ২৬ মার্চ মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
বোর্ডের তরফে জানানো হয়েছে, ১০০ টাকা থেকে শুরু টিকিটের মূল্য। বিসিসিআইয়ের টিকিট পার্টনার বুক মাইশ শো-এর ওয়েবসাইটে গিয়ে উইমেন্স প্রিমিয়র লিগের টিকিট কিনতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।
Comments