top of page

WFI প্রধানের নামে যৌন হেনস্থার অভিযোগে FIR-এর আর্জি, পুলিশকে নোটিশ উচ্চতম ন্যায়ালয়ের


২৫ এপ্রিল: সাক্ষী মালিক, বজরং পুনিয়া, ভিনেশ ফোগাটরা যন্তরমন্তরে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানিয়ে সুপ্রিন কোর্টে মামলাকর আবেদন করেছিলেন সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। সেই মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত এই নিয়ে বলেছে, 'এই অভিযোগ অতি গুরুতর।' দিল্লি পুলিশকে এই ইস্যুতে নোটিশও জারি করেছে শীর্ষ আদালত। কুস্তি ফেডারেশনের প্রধান তথা বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের প্রেক্ষিতেই তাদের বিক্ষোভ। আগামী শুক্রবার ফের এই মামলার শুনানি হবে।

উল্লেখ্য, মোট ৭ জন মহিলা কুস্তিগির সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে ব্রিজ ভূষণের বিরুদ্ধে এফআইআর করার আর্জি জানিয়েছেন। এর আগে গত রবিবার থেকে কুস্তিগিররা যন্তরমন্তরে ধরনায় বসেছিলেন। আদালতে ভিনেশ, সাক্ষীরা অভিযোগ জানিয়েছেন, বারাবার বলেও কোনও পদক্ষেপ নেয়নি দিল্লি পুলিশ। এদিকে মামলাকারীদের মধ্যে একজন অপ্রাপ্তবয়স্কও রয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে অভিযোগ করার জন্য ভিনেশ ফোগাটকে নাকি খুনের হুমকিও দিয়েছিলেন ব্রিজ ভূষণ। উল্লেখ্য, এর আগে ব্রিজ ভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার তদন্তের জন্য মেরি কমের মেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। সেই তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করার দাবি জানিয়েছিলেন কুস্তিগিররা।






Comentários

Avaliado com 0 de 5 estrelas.
Ainda sem avaliações

Adicione uma avaliação

Top Stories

bottom of page